Ajker Patrika

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ইউসুফ আলী স্বপন। ছবি: সংগৃহীত
ইউসুফ আলী স্বপন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কাজীপুরে দুর্গম চরাঞ্চলের বাথানে (খামার) এক যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুরে উপজেলার তারাকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

ওই নেতার নাম ইউসুফ আলী স্বপন (৪০)। তিনি বীর শুভগাছা গ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের দাবি, তাঁকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাথানটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে অবস্থিত এবং আশপাশের প্রায় এক বর্গমাইলের মধ্যে কোনো বসতি নেই। সেখানে পাওয়া মরদেহটি ফুলে গেছে, মাথার চুল উঠে যাচ্ছে ও মুখ বিকৃত হয়ে গেছে।

ইউসুফের পরিবার সূত্রে জানা গেছে, তিনি এক মাস ধরে ওই বাথানে বন্ধু সারজিল সম্পদের গরু, ছাগল ও ঘোড়া দেখাশোনা করতেন। প্রতি বুধবার বাড়িতে এসে পরিবারের জন্য হাটবাজার করে দিয়ে আবার বাথানে ফিরে যেতেন। গত বুধবার থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

ইউসুফের স্ত্রী বলেন, ‘আমার স্বামী ইউনিয়ন যুবলীগের নেতা ছিল। এক মাস ধরে সে একাই ওই দুর্গম চরে বাথান দেখাশোনা করত। তাকে কেউ মেরে রেখেছে। আমি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘লাশ অনেকটাই পচে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিমের ধূমপানের তথ্য প্রকাশ চিকিৎসকের ‘পেশাগত নৈতিকতা’ লঙ্ঘন

জয় বাংলা ব্রিগেড: শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, সন্দেহভাজন অনেকে

ফ্ল্যাট, প্লট, ঘের, খামার সবই আছে অপূর্বর

ট্রাম্পের ধাঁচে ‘অভিবাসী বিল’ পাস ভারতে—বাংলাদেশের সীমান্ত নিয়ে অমিত শাহর সতর্কতা

৫০ হাজার টাকা বিনিয়োগ ছাড়াই আইপিও আবেদনের সুপারিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত