Ajker Patrika

যমুনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
যমুনা নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ

বগুড়া সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে আতিকুর রহমান (২২) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আতিকুর বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা গ্রামের আব্দুর রহমানের ছেলে। সারিয়াকান্দিতে তিনি ভাবির বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আতিকুর দুই দিন আগে বগুড়া সাবগ্রাম তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে বুধবার সকালে তার ভাবির বাবার বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউপির নয়াপাড়ার আইজার মন্ডলের বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেল ৪টায় আতিকুর তৃতীয় শ্রেণির ছাত্র রিফাত মিয়ার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে আতিকুর গভীর পানিতে তলিয়ে যান। তারপর রিফাত দৌড়ে গিয়ে আতিকুরের ভাবির বাড়িতে খবর দেয়। 

আতিকুরের ভাবির চাচা আইবর মন্ডল জানান, খবর পেয়ে প্রায় ২ ঘণ্টা পানিতে ডোবা ডুবি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর আতিকুরকে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। 

আতিকুরের যমুনা নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটশেরপুর ইউপির চেয়ারম্যান নূর মেহেদী হাসান আলো। 

এ বিষয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের লিডার ময়েজ উদ্দীন বলেন, ‘বুধবার বিকেল ৬টায় সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর যমুনায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রকে খুঁজতে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি দলকে কল করি। তারা বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান শুরু করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত