নাটোর প্রতিনিধি

নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা ‘মামা দিবস’ পালন করেছেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আজ সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীরা অংশ নেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আদালত চত্বরের উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সমিতির সবার কাছে মামা হিসেবে পরিচিত জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে সঙ্গে নিয়ে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আবু আহসান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান সরকার, এপিপি বেগম সামসুন্নাহারসহ বিপুলসংখ্যক আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনাসভা, মিষ্টি, কেক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে প্রায় সকল আইনজীবী ‘মামা’ সম্বোধন করেন। পাঁচ বছর আগে বিষয়টি কয়েকজন আইনজীবী খেয়াল করেন। তারা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে মতিউর রহমানের জন্মতারিখ ৩১ জানুয়ারিকে ‘মামা’ দিবস পালনের সিদ্ধান্ত নেন। ওই দিন জাতীয় পর্যায়ে অন্য কোনো দিবস না থাকায় তারা জাতীয় মামা দিবস পালনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ নাটোরে মামা দিবস পালিত হয়েছে।
আইনজীবী মতিউর রহমান জানান, তার জন্ম তারিখকে কেন্দ্র করে আইনজীবীরা যেভাবে দিবসটি উদ্যাপন করে আসছেন তাতে তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, ‘দিবসটি ঘিরে বিশ্বের সব মামা-ভাগনে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক এই প্রত্যাশা করছি।’

নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা ‘মামা দিবস’ পালন করেছেন। গত পাঁচ বছর ধরে সমিতির পক্ষ থেকে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। আজ সোমবার দুপুরে আদালত চত্বরে দিবসটি পালনে আইনজীবী, বিচারপ্রার্থী ও আইনজীবী সহকারীরা অংশ নেন।
দিবসটি উদ্যাপন উপলক্ষে আদালত চত্বরের উন্মুক্ত স্থানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার সমিতির সবার কাছে মামা হিসেবে পরিচিত জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে সঙ্গে নিয়ে পাঁচ পাউন্ড ওজনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় সমিতির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সভাপতি আবু আহসান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ভারপ্রাপ্ত পিপি আরিফুর রহমান সরকার, এপিপি বেগম সামসুন্নাহারসহ বিপুলসংখ্যক আইনজীবী, আইনজীবীর সহকারী ও বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
পরে আলোচনাসভা, মিষ্টি, কেক ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আইনজীবী সমিতির সভাপতি রুহুল আমীন তালুকদার জানান, সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মতিউর রহমানকে প্রায় সকল আইনজীবী ‘মামা’ সম্বোধন করেন। পাঁচ বছর আগে বিষয়টি কয়েকজন আইনজীবী খেয়াল করেন। তারা সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে মতিউর রহমানের জন্মতারিখ ৩১ জানুয়ারিকে ‘মামা’ দিবস পালনের সিদ্ধান্ত নেন। ওই দিন জাতীয় পর্যায়ে অন্য কোনো দিবস না থাকায় তারা জাতীয় মামা দিবস পালনের উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ নাটোরে মামা দিবস পালিত হয়েছে।
আইনজীবী মতিউর রহমান জানান, তার জন্ম তারিখকে কেন্দ্র করে আইনজীবীরা যেভাবে দিবসটি উদ্যাপন করে আসছেন তাতে তিনি আনন্দিত ও আপ্লুত। তিনি বলেন, ‘দিবসটি ঘিরে বিশ্বের সব মামা-ভাগনে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হোক এই প্রত্যাশা করছি।’

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৬ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৭ মিনিট আগে