পাবনা সদর ও বেড়া প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃদ্ধের নাম সৈয়দ শামছুর রহমান। তিনি নাটোরের লালপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বৃদ্ধ (৯০) লোকটি বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় রাস্তার ওপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তিনি অসুস্থতার কারণে খুব বেশি তথ্য দিতে পারছেন না। শুধু নাম আর ঠিকানা বলতে পারছেন। তিনি এখানে কীভাবে এলেন জানতে চাইলে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন। সন্তানেরা চিকিৎসা না করে এখানে ফেলে গেছে। স্থানীয়রা জানান, তিনি বারবার একটা কথাই সবাইকে বলছিলেন, ‘আমাকে আপনারা চিকিৎসা করান।’
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলীর। তিনি শুক্রবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার সকালে ইউএনও নতুন জামা-কাপড় নিয়ে তাঁকে দেখতে যান। এ সময় বৃদ্ধের শরীরের অবস্থা বিবেচনায় চিকিৎসকের সঙ্গে কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমাতুয-যোহরা বলেন, বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পায়ে পচন ও পোকা ধরেছে। ডায়বেটিস উচ্চমাত্রায় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, বৃদ্ধের চিকিৎসার সব ব্যয়ভার বেড়া উপজেলা প্রশাসন বহন করবে। বর্তমানে তিনি খুব অসুস্থ হওয়ায় কথা বলতে পারছেন না। সেজন্য এখনো তাঁর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হলেই সব তথ্য পাওয়া যাবে। তখন তাঁকে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

পাবনার বেড়া উপজেলায় এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বৃদ্ধের নাম সৈয়দ শামছুর রহমান। তিনি নাটোরের লালপুর উপজেলার দয়রামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বৃদ্ধ (৯০) লোকটি বেড়া উপজেলার কাজীরহাট এলাকায় রাস্তার ওপর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন। তিনি অসুস্থতার কারণে খুব বেশি তথ্য দিতে পারছেন না। শুধু নাম আর ঠিকানা বলতে পারছেন। তিনি এখানে কীভাবে এলেন জানতে চাইলে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে পায়ের সমস্যায় ভুগছেন। সন্তানেরা চিকিৎসা না করে এখানে ফেলে গেছে। স্থানীয়রা জানান, তিনি বারবার একটা কথাই সবাইকে বলছিলেন, ‘আমাকে আপনারা চিকিৎসা করান।’
বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নজরে আসে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলীর। তিনি শুক্রবার রাতে ওই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শনিবার সকালে ইউএনও নতুন জামা-কাপড় নিয়ে তাঁকে দেখতে যান। এ সময় বৃদ্ধের শরীরের অবস্থা বিবেচনায় চিকিৎসকের সঙ্গে কথা বলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ইউএনও।
এ বিষয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমাতুয-যোহরা বলেন, বৃদ্ধকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর পায়ে পচন ও পোকা ধরেছে। ডায়বেটিস উচ্চমাত্রায় থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলী বলেন, বৃদ্ধের চিকিৎসার সব ব্যয়ভার বেড়া উপজেলা প্রশাসন বহন করবে। বর্তমানে তিনি খুব অসুস্থ হওয়ায় কথা বলতে পারছেন না। সেজন্য এখনো তাঁর বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হলেই সব তথ্য পাওয়া যাবে। তখন তাঁকে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৫ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৭ ঘণ্টা আগে