Ajker Patrika

সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি

 নওগাঁ প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২১: ৫৩
অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি ছয় ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি ছয় ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

নওগাঁ সদরের বরুনকান্দি এলাকা থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। তাই নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, শহরের বাইপাস এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন অস্পষ্টভাবে জানিয়েছেন, তাঁরা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা, পানি ও রুটি খাওয়ার পর থেকে তাঁরা কিছু মনে করতে পারছেন না। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের ধারণা, তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আবু জার গাফফার বলেন, ‘রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকেরা তাঁদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত