নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মাগুরা থেকে মায়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আজ বুধবার সকালে রাবির শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মায়ের সঙ্গে আসেন মহুয়া নামের এই শিক্ষার্থী।
আরএমপির মুখপাত্র পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ছিল। মহুয়া তাঁর মোবাইল ফোনটি মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন। মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন।
জামিরুল ইসলাম বলেন, সকাল ১০টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর উদ্বেগ নিয়ে মহুয়ার মা মেয়েকে খুঁজতে থাকেন। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে হাজির হয়ে মেয়েকে খুঁজে পেতে আকুতি জানান। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত উপকমিশনার মধুসূদন রায় তাঁকে সান্ত্বনা দেন এবং মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে থেকে বেতারযন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সব স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাঁকে মহুয়াকে খুঁজতে থাকে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর মহুয়াকে পেয়ে মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।
মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এত মানুষের মাঝে এত দ্রুত সময়ে মেয়েকে পুলিশ খুঁজে দেবে ভাবতে পারিনি। কিন্তু পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে। এ জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’

মাগুরা থেকে মায়ের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আজ বুধবার সকালে রাবির শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে মায়ের সঙ্গে আসেন মহুয়া নামের এই শিক্ষার্থী।
আরএমপির মুখপাত্র পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ছিল। মহুয়া তাঁর মোবাইল ফোনটি মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন। মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন।
জামিরুল ইসলাম বলেন, সকাল ১০টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর উদ্বেগ নিয়ে মহুয়ার মা মেয়েকে খুঁজতে থাকেন। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে হাজির হয়ে মেয়েকে খুঁজে পেতে আকুতি জানান। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত উপকমিশনার মধুসূদন রায় তাঁকে সান্ত্বনা দেন এবং মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপির কন্ট্রোল রুমে থেকে বেতারযন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সব স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাঁকে মহুয়াকে খুঁজতে থাকে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর মহুয়াকে পেয়ে মায়ের কাছে পৌঁছে দেওয়া হয়।
মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এত মানুষের মাঝে এত দ্রুত সময়ে মেয়েকে পুলিশ খুঁজে দেবে ভাবতে পারিনি। কিন্তু পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে। এ জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ।’

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৪০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে