নওগাঁ প্রতিনিধি

বগুড়ায় দুই শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে ঘোষণা ছাড়াই আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।
পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডের মিতালী পাম্প এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি সামলাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকদের একাংশ নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী বাস আটকে দেয়, ফলে বন্ধ হয়ে যায় এই রুটের বাস চলাচল।
এদিকে বাস বন্ধ থাকায় ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ বাসের অপেক্ষায় বসে থাকলেও অনেকে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা কিংবা ছোট গাড়িতে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
বগুড়াগামী যাত্রী মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে বগুড়া যেতে হবে, কিন্তু বাস নেই। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ইজিবাইকে যেতে হচ্ছে। এটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়। শ্রমিকদের ঝামেলায় ভুগতে হচ্ছে আমাদের।’
ঢাকাগামী যাত্রী সুমন হোসেন বলেন, ‘ঈদের আগে জরুরি কাজে ঢাকা যেতে হবে, তাই সকাল সকাল এসে কাউন্টারে দাঁড়িয়েছি। কিন্তু এসে দেখি কোনো বাস নেই।’
একইভাবে চাকরিজীবী ফারুক আহমেদ বলেন, ‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাস বন্ধ থাকায় সময়মতো ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। প্রয়োজনে অন্য পথে ঘুরে যাব, কিন্তু এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগবে।’
শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, ‘আমার ঢাকায় পরীক্ষা আছে। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখন এসে দেখি বাস বন্ধ! কী করব বুঝতে পারছি না।’
নওগাঁ শহরের এক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘বগুড়ায় আমার দোকানের জন্য কিছু মালামাল আনতে হবে। বাস বন্ধ থাকায় যেতে পারছি না। ইজিবাইকে গেলে খরচ কয়েক গুণ বেশি পড়বে। ফলে ব্যবসায় ক্ষতি হবে।’
এ বিষয়ে নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়ায় শ্রমিকনেতাকে ছুরিকাঘাতের ঘটনায় শ্রমিকদের ক্ষোভের কারণে আপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভেতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু হবে।’

বগুড়ায় দুই শ্রমিকনেতার ওপর হামলার প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে ঘোষণা ছাড়াই আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রীরা।
পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডের মিতালী পাম্প এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি অটোচালকদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় পরিস্থিতি সামলাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকদের একাংশ নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে চলাচলকারী বাস আটকে দেয়, ফলে বন্ধ হয়ে যায় এই রুটের বাস চলাচল।
এদিকে বাস বন্ধ থাকায় ভোর থেকে বাসস্ট্যান্ডে এসে অপেক্ষা করা যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ বাসের অপেক্ষায় বসে থাকলেও অনেকে বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা কিংবা ছোট গাড়িতে দ্বিগুণ-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন।
বগুড়াগামী যাত্রী মোসলেম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জরুরি কাজে বগুড়া যেতে হবে, কিন্তু বাস নেই। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ইজিবাইকে যেতে হচ্ছে। এটা সাধারণ মানুষের হয়রানি ছাড়া কিছুই নয়। শ্রমিকদের ঝামেলায় ভুগতে হচ্ছে আমাদের।’
ঢাকাগামী যাত্রী সুমন হোসেন বলেন, ‘ঈদের আগে জরুরি কাজে ঢাকা যেতে হবে, তাই সকাল সকাল এসে কাউন্টারে দাঁড়িয়েছি। কিন্তু এসে দেখি কোনো বাস নেই।’
একইভাবে চাকরিজীবী ফারুক আহমেদ বলেন, ‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে। বাস বন্ধ থাকায় সময়মতো ঢাকায় পৌঁছানো সম্ভব হবে না। প্রয়োজনে অন্য পথে ঘুরে যাব, কিন্তু এতে সময় ও ভাড়া দুটোই বেশি লাগবে।’
শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, ‘আমার ঢাকায় পরীক্ষা আছে। আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। এখন এসে দেখি বাস বন্ধ! কী করব বুঝতে পারছি না।’
নওগাঁ শহরের এক ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘বগুড়ায় আমার দোকানের জন্য কিছু মালামাল আনতে হবে। বাস বন্ধ থাকায় যেতে পারছি না। ইজিবাইকে গেলে খরচ কয়েক গুণ বেশি পড়বে। ফলে ব্যবসায় ক্ষতি হবে।’
এ বিষয়ে নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়ায় শ্রমিকনেতাকে ছুরিকাঘাতের ঘটনায় শ্রমিকদের ক্ষোভের কারণে আপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভেতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল আবার শুরু হবে।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
২৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৫ মিনিট আগে