চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউপি নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা গৌতম কুমার ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন। তিনি পোস্টারে দলীয় প্রধানের ছবি বাদ দিয়ে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি ব্যবহার করেছেন, যা নির্বাচনী আইনবহির্ভূত। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই পোস্টারে এই ছবি ব্যবহারের অনুমতি পাব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা বলেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদটিই দলীয় প্রধান পদ। এ জন্য পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। অথচ একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের দলীয় প্রার্থীকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে পোস্টার অপসারণ করাতে উঠেপড়ে লেগেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী পোস্টারে দলীয় প্রধান (সভাপতি) ছাড়া কারও ছবি ব্যবহার করার নিয়ম নেই। এ জন্য আমরা পোস্টার অপসারণ করতে বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ না হলে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার সরদহসহ ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউপি নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা গৌতম কুমার ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন। তিনি পোস্টারে দলীয় প্রধানের ছবি বাদ দিয়ে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি ব্যবহার করেছেন, যা নির্বাচনী আইনবহির্ভূত। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই পোস্টারে এই ছবি ব্যবহারের অনুমতি পাব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা বলেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদটিই দলীয় প্রধান পদ। এ জন্য পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। অথচ একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের দলীয় প্রার্থীকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে পোস্টার অপসারণ করাতে উঠেপড়ে লেগেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী পোস্টারে দলীয় প্রধান (সভাপতি) ছাড়া কারও ছবি ব্যবহার করার নিয়ম নেই। এ জন্য আমরা পোস্টার অপসারণ করতে বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ না হলে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার সরদহসহ ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৩০ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে