চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউপি নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা গৌতম কুমার ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন। তিনি পোস্টারে দলীয় প্রধানের ছবি বাদ দিয়ে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি ব্যবহার করেছেন, যা নির্বাচনী আইনবহির্ভূত। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই পোস্টারে এই ছবি ব্যবহারের অনুমতি পাব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা বলেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদটিই দলীয় প্রধান পদ। এ জন্য পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। অথচ একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের দলীয় প্রার্থীকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে পোস্টার অপসারণ করাতে উঠেপড়ে লেগেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী পোস্টারে দলীয় প্রধান (সভাপতি) ছাড়া কারও ছবি ব্যবহার করার নিয়ম নেই। এ জন্য আমরা পোস্টার অপসারণ করতে বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ না হলে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার সরদহসহ ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউপি নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তা গৌতম কুমার ২৪ ঘণ্টার মধ্যে মতিউর রহমান তপনের পোস্টার অপসারণের নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে লড়ছেন ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন। তিনি পোস্টারে দলীয় প্রধানের ছবি বাদ দিয়ে রাজশাহী-২ আসনের সাংসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি ব্যবহার করেছেন, যা নির্বাচনী আইনবহির্ভূত। বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার নজরে এলে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
এ ব্যাপারে ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মতিউর রহমান তপন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা যাবে। বিষয়টি নিয়ে আমার দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। আশা করছি এই পোস্টারে এই ছবি ব্যবহারের অনুমতি পাব।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা বলেন, ওয়ার্কার্স পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদটিই দলীয় প্রধান পদ। এ জন্য পোস্টারে সাধারণ সম্পাদকের ছবি ব্যবহার করা হয়েছে। অথচ একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমাদের দলীয় প্রার্থীকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে পোস্টার অপসারণ করাতে উঠেপড়ে লেগেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘নির্বাচন আইন অনুযায়ী পোস্টারে দলীয় প্রধান (সভাপতি) ছাড়া কারও ছবি ব্যবহার করার নিয়ম নেই। এ জন্য আমরা পোস্টার অপসারণ করতে বলেছি। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ না হলে নির্বাচনী আচরণবিধি অমান্য করায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চারঘাট উপজেলার সরদহসহ ছয়টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে