পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় খড়ির ঘর থেকে আমেনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমেনা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে অজিউল্লার স্ত্রী।
নিহতের স্বামী অজিউল্লা বলেন, বাড়িতে মেহমান এসেছে। সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়েছি। এরপর আমাদের ঘরে শোয়ার জায়গা কম থাকায় প্রতিবেশী একজনের ঘরে থাকবেন বলে বের হয়। পরে আজ সকালে দেখি খড়ির ঘরে তাঁর মরদেহ ঝুলছে।
অজিউল্লা আরও বলেন, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। কেন এটা হলো বুঝতে পারছি না।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমেনা বেগমের বাড়িতে নাতি ও তাঁর স্বামী বেড়াতে আসেন। রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া শেষ করেন। ঘুমানোর জায়গা সংকুলান না হওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আজ সকালে পরিবারের লোকজন খড়ির ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায়।
চেয়ারম্যান আরও বলেন, পরিবারের দেওয়া তথ্য ও মরদেহ দেখে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীর পুঠিয়ায় খড়ির ঘর থেকে আমেনা বেগম (৫০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত আমেনা বেগম উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কেওড়াজোড়া গ্রামে অজিউল্লার স্ত্রী।
নিহতের স্বামী অজিউল্লা বলেন, বাড়িতে মেহমান এসেছে। সবাই এক সঙ্গে রাতের খাবার খেয়েছি। এরপর আমাদের ঘরে শোয়ার জায়গা কম থাকায় প্রতিবেশী একজনের ঘরে থাকবেন বলে বের হয়। পরে আজ সকালে দেখি খড়ির ঘরে তাঁর মরদেহ ঝুলছে।
অজিউল্লা আরও বলেন, কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই। কেন এটা হলো বুঝতে পারছি না।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে আমেনা বেগমের বাড়িতে নাতি ও তাঁর স্বামী বেড়াতে আসেন। রাতে এক সঙ্গে খাওয়াদাওয়া শেষ করেন। ঘুমানোর জায়গা সংকুলান না হওয়ায় প্রতিবেশী একজনের বাড়িতে ঘুমাতে যান তিনি। পরে আজ সকালে পরিবারের লোকজন খড়ির ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায়।
চেয়ারম্যান আরও বলেন, পরিবারের দেওয়া তথ্য ও মরদেহ দেখে রহস্যজনক মনে হচ্ছে। বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে মনে হচ্ছে আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্তভাবে কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
২২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
২৭ মিনিট আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
৩৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে