প্রতিনিধি, বাগমারা (রাজশাহী)

রাজশাহীর বাগমারায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান রহিমা বেগম (৭০) নামের এক নারী। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান এক এনজিও কর্মকর্তা। আজ সোমবার সকালে করোনায় ওই দুজন মারা যান।
মৃতরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম এবং ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬)।
জানা গেছে, সোমবার সকালে ৯টার কিছুক্ষণ আগে করোনার উপসর্গ নিয়ে রহিমা বেগমকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না জানিয়ে হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। সকাল ৯টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে এলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এর পরেই চিকিৎসকদের সামনে ছটফটিয়ে মারা যান ওই বৃদ্ধা। মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামে এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যান। তিনি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে চলে আসেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করেন তিনি। এরপর পজিটিভ প্রতিবেদন আসে তাঁর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন মুকুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। কিন্তু চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি তিনি।

রাজশাহীর বাগমারায় হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর করোনায় আক্রান্ত হয়ে মারা যান রহিমা বেগম (৭০) নামের এক নারী। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে মারা যান এক এনজিও কর্মকর্তা। আজ সোমবার সকালে করোনায় ওই দুজন মারা যান।
মৃতরা হলেন উপজেলার শ্রীপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রহিমা বেগম এবং ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামের মুকুল হোসেন (৫৬)।
জানা গেছে, সোমবার সকালে ৯টার কিছুক্ষণ আগে করোনার উপসর্গ নিয়ে রহিমা বেগমকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা পরীক্ষার আগে চিকিৎসা করা যাবে না জানিয়ে হাসপাতালের বারান্দায় রাখা হয় তাঁকে। সকাল ৯টায় ল্যাব টেকনিশিয়ান হাসপাতালে এলে বৃদ্ধার অ্যান্টিজেন পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। এর পরেই চিকিৎসকদের সামনে ছটফটিয়ে মারা যান ওই বৃদ্ধা। মারা যাওয়ার পরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
স্বজনেরা অভিযোগ করেন, রহিমার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেনের প্রয়োজন থাকার পরেও হাসপাতাল থেকে এর ব্যবস্থা করা হয়নি এবং চিকিৎসায় চিকিৎসকদের চরম অবহেলা ছিল।
অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ভবানীগঞ্জ পৌরসভার সাদোপাড়া গ্রামে এনজিও কর্মকর্তা মুকুল হোসেন (৫৬) মারা যান। তিনি রংপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, লকডাউন ঘোষণার পর মুকুল বাড়িতে চলে আসেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা পরীক্ষা করেন তিনি। এরপর পজিটিভ প্রতিবেদন আসে তাঁর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন মুকুল।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে আরও তিনজন মারা গেছেন। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তিনজন চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, মৃত্যুর পরেই রহিমা বেগমের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। কিন্তু চিকিৎসকদের অবহেলার বিষয়ে কিছু বলেননি তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে