নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।
আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’
বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
১৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
১৮ মিনিট আগে
শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দুই দফা বাধার মুখে ঢাকায় নেওয়ার পথে আবারও রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই জমশেদ আলী ঢালী (৭০) নামের ওই রোগীর মৃত্যু হয়।
২১ মিনিট আগে
নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে