বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধবিরোধী কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা সভাপতিসহ ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় আসে। সেখানে সমাবেশে সজীব সাহা বক্তব্য দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় স্টিলের পাইপ এবং হকিস্টিক নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানসহ উভয় গ্রুপের ১৩ জন আহত হয়।
সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি সজীব সাহা আমাকে একসঙ্গে মিছিল করতে বলেন। আমরা সহসভাপতি তৌহিদের জন্য অপেক্ষা করতে বলি। কিন্তু তারা অপেক্ষা না করে মিছিল বের করে। মিছিল শেষ করে আমাদের গ্রুপের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সজীব গ্রুপের নেতা-কর্মীরা আমাকে ছুরিকাঘাত করে। তাদের মারপিটে আমার গ্রুপের আরও পাঁচজন আহত হয়।’
আরেক পক্ষের বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল হয়। মিছিল শেষে বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাহফুজার রহমান ও তৌহিদের নেতৃত্বে সজীব সাহার ওপর হামলা করা হয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে সজীব সাহাসহ পাঁচজনকে আহত করে। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।’
আল মাহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীরা বিএনপি-জামায়াতের দোসর। তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে।
এ বিষয়ে বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নেতৃত্বে রয়েছে।

বগুড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধবিরোধী কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গিয়ে সরকারি আজিজুল হক কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা সভাপতিসহ ১৩ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাঁদের দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বটতলায় আসে। সেখানে সমাবেশে সজীব সাহা বক্তব্য দেওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের সময় স্টিলের পাইপ এবং হকিস্টিক নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর হামলা করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, যুগ্ম সম্পাদক মাহফুজার রহমানসহ উভয় গ্রুপের ১৩ জন আহত হয়।
সংঘর্ষের সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি সজীব সাহা আমাকে একসঙ্গে মিছিল করতে বলেন। আমরা সহসভাপতি তৌহিদের জন্য অপেক্ষা করতে বলি। কিন্তু তারা অপেক্ষা না করে মিছিল বের করে। মিছিল শেষ করে আমাদের গ্রুপের নেতা-কর্মীদের ওপর চড়াও হয়। সজীব গ্রুপের নেতা-কর্মীরা আমাকে ছুরিকাঘাত করে। তাদের মারপিটে আমার গ্রুপের আরও পাঁচজন আহত হয়।’
আরেক পক্ষের বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল হয়। মিছিল শেষে বটতলায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মাহফুজার রহমান ও তৌহিদের নেতৃত্বে সজীব সাহার ওপর হামলা করা হয়। তারা হকিস্টিক দিয়ে পিটিয়ে সজীব সাহাসহ পাঁচজনকে আহত করে। পরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়।’
আল মাহিদুল ইসলাম আরও বলেন, হামলাকারীরা বিএনপি-জামায়াতের দোসর। তারা ছাত্রলীগে অনুপ্রবেশ করেছে।
এ বিষয়ে বগুড়া শহরের স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নেতৃত্বে রয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে