শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
গতকাল রোববার (২০ এপ্রিল) থেকে মাদ্রাসার সুপার আবদুল হাকিমের কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুপার নিজেও।
মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাজাহান আলী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ মাদ্রাসায় দুটি পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করে আসছিলেন। তাঁরা একত্র হয়ে সুপারের অফিস কক্ষে তালা দেন।
রামেশ্বরপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাদ্রাসার সুপার আবদুল হাকিম অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। একজন নারী আয়া ও একজন পুরুষ নিরাপত্তাকর্মীর পদে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান উন্নয়নের নামে অর্থ আদায় করা হলেও সেই টাকা হিসাব অনুযায়ী জমা রাখা হয়নি। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা। বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হাকিম বলেন, ‘বিগত সরকারের সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন শুভ ইমরান। তিনি শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বে নিয়োগপ্রক্রিয়া পরিচালিত হয়। ১৭ জন প্রার্থী আবেদন করলেও দুই পদে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। কত টাকা নেওয়া হয়েছিল, তা আমি জানি না। তবে ওই নিয়োগের মাধ্যমে কমিটি প্রায় তিন লাখ টাকার উন্নয়নকাজ করেছিল।’
মাদ্রাসা সুপার আরও বলেন, ‘এই নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন এবং আমাকেও অভিযুক্ত করছেন। তবে আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। বর্তমানে অফিস কক্ষ তালাবদ্ধ থাকায় আমি কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে শুভ ইমরানের সঙ্গে কথা বলতে সোমবার বিকেলে তাঁর মোবাইলে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে তিনি পলাতক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, প্রায় দুই মাস আগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্য প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির তালা খুলে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

বগুড়ার শেরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারকান্দি ইউনিয়নের রামেশ্বরপুর শামছুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায়।
গতকাল রোববার (২০ এপ্রিল) থেকে মাদ্রাসার সুপার আবদুল হাকিমের কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সুপার নিজেও।
মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাজাহান আলী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এ মাদ্রাসায় দুটি পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করে আসছিলেন। তাঁরা একত্র হয়ে সুপারের অফিস কক্ষে তালা দেন।
রামেশ্বরপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাদ্রাসার সুপার আবদুল হাকিম অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। একজন নারী আয়া ও একজন পুরুষ নিরাপত্তাকর্মীর পদে টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান উন্নয়নের নামে অর্থ আদায় করা হলেও সেই টাকা হিসাব অনুযায়ী জমা রাখা হয়নি। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা। বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হাকিম বলেন, ‘বিগত সরকারের সময় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন শুভ ইমরান। তিনি শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর নেতৃত্বে নিয়োগপ্রক্রিয়া পরিচালিত হয়। ১৭ জন প্রার্থী আবেদন করলেও দুই পদে টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। কত টাকা নেওয়া হয়েছিল, তা আমি জানি না। তবে ওই নিয়োগের মাধ্যমে কমিটি প্রায় তিন লাখ টাকার উন্নয়নকাজ করেছিল।’
মাদ্রাসা সুপার আরও বলেন, ‘এই নিয়োগ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে স্থানীয়রা প্রতিবাদ জানাচ্ছেন এবং আমাকেও অভিযুক্ত করছেন। তবে আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। বর্তমানে অফিস কক্ষ তালাবদ্ধ থাকায় আমি কাজ করতে পারছি না।’
এ বিষয়ে জানতে শুভ ইমরানের সঙ্গে কথা বলতে সোমবার বিকেলে তাঁর মোবাইলে কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি। জানা গেছে, জুলাই আন্দোলনের পর থেকে তিনি পলাতক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, প্রায় দুই মাস আগে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি কার্যক্রম শুরু করেছে। আগামী সপ্তাহের মধ্য প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির তালা খুলে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১৯ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
২২ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
৩৬ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে