প্রতিনিধি, বাঘা (রাজশাহী)

রাজশাহীর বাঘায় দিন দিন টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিনিয়ত টিকাকেন্দ্র মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে দেখা যায় লোকজনের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেওয়া কথা থাকলেও নানা বয়সী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। লাইনে দাঁড়ানো অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট (ইপিআই) রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজনও টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া নিয়ম থাকলেও টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের কারণে বেলা ৩টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হচ্ছে। গড়ে প্রতিদিন সাড়ে ৮ শ টিকা নিচ্ছেন লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফায়সাল আল রিপন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন।
টিকা নিতে আসা ফারহানা আকতার নামের একজন বলেন, এতটা ভিড় হবে জানা থাকলে আরও সকালে আসতাম। টিকা নিতে এসে যেন বিপদে পড়েছি।
টিকা প্রত্যাশী সুজাত আহম্মেদ জানান, উপজেলা একটি মাত্র টিকাকেন্দ্র হওয়ায় এত বেশি ভিড়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, রোববার পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩৪ হাজার ৬১৮ জন। যার মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ জন। অ্যাস্ট্রাজেনেকারা টিকা পেয়েছেন ১৪ হাজার ৩০ জন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকার ম্যাসেজ পাওয়ার পরে টিকাকেন্দ্রে আসলে তাদেরই কেবল টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
ডা. রাশেদ আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সনদ পেতে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল ইউনিয়নে ক্যাম্পেইনের মাধ্যমে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

রাজশাহীর বাঘায় দিন দিন টিকা নিতে মানুষের মাঝে আগ্রহ বাড়ছে। প্রতিনিয়ত টিকাকেন্দ্র মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গতকাল রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাকেন্দ্রে দেখা যায় লোকজনের দীর্ঘ লাইন। সকাল সাড়ে ৮টা থেকে টিকা দেওয়া কথা থাকলেও নানা বয়সী বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সকাল ৭টায় এসে লাইনে দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের ভিড়ও বাড়তে থাকে। লাইনে দাঁড়ানো অনেকের মুখে মাস্ক নেই, নেই সামাজিক দূরত্ব, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিষ্ট (ইপিআই) রবিউল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজনও টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন। বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া নিয়ম থাকলেও টিকাকেন্দ্রে মানুষের ভিড়ের কারণে বেলা ৩টা পর্যন্ত টিকাকেন্দ্র খোলা রাখা হচ্ছে। গড়ে প্রতিদিন সাড়ে ৮ শ টিকা নিচ্ছেন লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ফায়সাল আল রিপন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে টিকাকেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আগে থেকে লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমায়। টিকার মেসেজ না পাওয়া লোকজন টিকাকেন্দ্রে এসে ভিড় জমাচ্ছেন।
টিকা নিতে আসা ফারহানা আকতার নামের একজন বলেন, এতটা ভিড় হবে জানা থাকলে আরও সকালে আসতাম। টিকা নিতে এসে যেন বিপদে পড়েছি।
টিকা প্রত্যাশী সুজাত আহম্মেদ জানান, উপজেলা একটি মাত্র টিকাকেন্দ্র হওয়ায় এত বেশি ভিড়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহমেদ বলেন, রোববার পর্যন্ত টিকা পেতে রেজিস্ট্রেশন করেছেন ৩৪ হাজার ৬১৮ জন। যার মধ্যে সিনোফার্মার টিকা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ জন। অ্যাস্ট্রাজেনেকারা টিকা পেয়েছেন ১৪ হাজার ৩০ জন। রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিরা টিকার ম্যাসেজ পাওয়ার পরে টিকাকেন্দ্রে আসলে তাদেরই কেবল টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
ডা. রাশেদ আহমেদ বলেন, ইউনিয়ন পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে যাদের টিকা দেওয়া হয়েছিল, তাঁদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সনদ পেতে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। যে সকল ইউনিয়নে ক্যাম্পেইনের মাধ্যমে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, সেই টিকাকেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৪ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৭ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে