নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। যদিও নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোন নেওয়াই নিষিদ্ধ। পরে সেই ভিডিও মুছে দিয়েছেন এমপি।
জানা যায়, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এমপি এনামুল হক কেন্দ্র পরিদর্শন করার সময় সেই দৃশ্য তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভে দেখা যায়, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমপি এনামুল। কারও কারও প্রশ্নপত্র হাতে নিয়ে দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থীকেই লেখা বন্ধ করে বসে থাকতে দেখা গেছে। ঘণ্টা দুয়েক পর অবশ্য ভিডিওটি আর এমপির আইডিতে দেখা যায়নি। শুধু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের কিছু ছবি রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট বাগমারায় করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধনের সময় এমপি এনামুল হক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একজন প্রকৌশলী হয়ে চিকিৎসকের মতো টিকা পুশ করার ওই ঘটনা নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়। এবার পরীক্ষাকেন্দ্রে দলবল নিয়ে পরিদর্শন এবং তা ফেসবুকে লাইভ করায় সমালোচিত হচ্ছেন তিনি। ‘পরীক্ষাকেন্দ্রে এভাবে পরীক্ষার্থীদের ডিস্টার্ব করা ঠিক না’ এমন মন্তব্য এসেছিল ভিডিওর নিচে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার সালেহা ইমারত গার্লস একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক। তখন তাঁর ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়। পরিদর্শনের সময় এমপি এনামুলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানমকেও দেখা গেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি ইউএনও। পরীক্ষাকেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই।’ তবে এমপির মোবাইল থেকে লাইভ দেওয়া হয়েছে কি না, তা তিনি দেখেননি।
এভাবে দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং সেটি ফেসবুকে লাইভ করা নিয়ে জানতে চাইলে এমপি এনামুল হক বলেন, ‘তো কী হয়েছে? মন্ত্রী-সচিবেরা পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না? তাঁরা লাইভ দেন না?’ এ কথা বলেই ফোন কলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এমপি। এর কিছুক্ষণ পরেই তাঁর আইডিতে লাইভ ভিডিওটি আর দেখা যায়নি।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘একমাত্র কেন্দ্রসচিব পরীক্ষাকেন্দ্রে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করা যায় এমন স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন না। তিনি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলেও তিনি গাড়িতে ফোন রেখে যান।’

এসএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। যদিও নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোন নেওয়াই নিষিদ্ধ। পরে সেই ভিডিও মুছে দিয়েছেন এমপি।
জানা যায়, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এমপি এনামুল হক কেন্দ্র পরিদর্শন করার সময় সেই দৃশ্য তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। লাইভে দেখা যায়, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমপি এনামুল। কারও কারও প্রশ্নপত্র হাতে নিয়ে দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থীকেই লেখা বন্ধ করে বসে থাকতে দেখা গেছে। ঘণ্টা দুয়েক পর অবশ্য ভিডিওটি আর এমপির আইডিতে দেখা যায়নি। শুধু পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের কিছু ছবি রয়েছে।
এর আগে গত ৭ আগস্ট বাগমারায় করোনার গণটিকা কার্যক্রমের উদ্বোধনের সময় এমপি এনামুল হক এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন। একজন প্রকৌশলী হয়ে চিকিৎসকের মতো টিকা পুশ করার ওই ঘটনা নিয়ে ওই সময় ব্যাপক সমালোচনা হয়। এবার পরীক্ষাকেন্দ্রে দলবল নিয়ে পরিদর্শন এবং তা ফেসবুকে লাইভ করায় সমালোচিত হচ্ছেন তিনি। ‘পরীক্ষাকেন্দ্রে এভাবে পরীক্ষার্থীদের ডিস্টার্ব করা ঠিক না’ এমন মন্তব্য এসেছিল ভিডিওর নিচে।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার সালেহা ইমারত গার্লস একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক। তখন তাঁর ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়। পরিদর্শনের সময় এমপি এনামুলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানমকেও দেখা গেছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি ইউএনও। পরীক্ষাকেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই।’ তবে এমপির মোবাইল থেকে লাইভ দেওয়া হয়েছে কি না, তা তিনি দেখেননি।
এভাবে দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং সেটি ফেসবুকে লাইভ করা নিয়ে জানতে চাইলে এমপি এনামুল হক বলেন, ‘তো কী হয়েছে? মন্ত্রী-সচিবেরা পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না? তাঁরা লাইভ দেন না?’ এ কথা বলেই ফোন কলটির সংযোগ বিচ্ছিন্ন করে দেন এমপি। এর কিছুক্ষণ পরেই তাঁর আইডিতে লাইভ ভিডিওটি আর দেখা যায়নি।
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে জানতে চাইলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, ‘একমাত্র কেন্দ্রসচিব পরীক্ষাকেন্দ্রে একটি ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। ইন্টারনেট ব্যবহার করা যায় এমন স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন না। তিনি ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মন্ত্রী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গেলেও তিনি গাড়িতে ফোন রেখে যান।’

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেটকারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেটকার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
এসআই সুমন চন্দ্র শেখ আরও বলেন, ওই যুবকের মাথাসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্তের পর বলা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে