Ajker Patrika

সোনামসজিদ স্থলবন্দরে ৮ কোটি টাকার অলংকার জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সোনামসজিদ স্থলবন্দরে ৮ কোটি টাকার অলংকার জব্দ, আটক ১
সোনামসজিদ স্থলবন্দরে জব্দ করা অলংকার। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা ৭৬৭ কেজি সিটি গোল্ডসহ অন্যান্য ধাতব অলংকার জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার ভোরে স্থলবন্দর এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অলংকারগুলো জব্দ করা হয়। এ সময় আব্দুস শুকুর নামের একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনামসজিদ বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাকে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় ভারত থেকে আমদানি করা চায়না ক্লের আড়ালে লুকিয়ে রাখা ৩৩০ কেজি সিটি গোল্ড ও ৪৩৭ কেজি অন্য ধাতব অলংকার জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুরকে আটক করা হয়।

বিজিবির অধিনায়ক আরও বলেন, শুল্ক ফাঁকি দিতে অলংকারগুলো ভারত থেকে মিথ্যা ঘোষণাপত্রের মাধ্যমে অবৈধভাবে আমদানি করা হয়েছে। আমদানি ঘোষণাপত্রে ক্লে উল্লেখ করলেও আনা হয়েছে ধাতব অলংকার। জব্দ অলংকারের দাম প্রায় ৮ কোটি টাকা।

এদিকে সোনামসজিদ স্থলবন্দরে আধুনিক স্ক্যানার না থাকায় ক্লের বস্তার মধ্যে লুকিয়ে রাখা ধাতব অলংকার শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এস এম জাকারিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামায়াত, উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

জোটের সিদ্ধান্ত না মেনে ভোটে জামায়াত প্রার্থী, ক্ষুব্ধ এনসিপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত