চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আজ মঙ্গলবার আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা আদরী বেগম জানান, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য বাড়ির কাজে সহযোগিতা করতে তাঁর মেয়ে শান্তা খাতুন কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষককে জানিয়ে ছুটিও নিয়েছিল। সোমবার সকালে বিদ্যালয়ে গেলে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে। কিন্তু তাঁর মেয়ে মার খেয়ে অসুস্থ বোধ করলেও বাড়িতে আসতে দেয়নি ওই শিক্ষক। মাঝে মধ্যেই এভাবে মারধর করে।
আদরী বেগম আরও জানান, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তাঁর মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে থেকে মেয়ের জন্য ওষুধ নেন। ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শান্তা শিক্ষার্থী হিসেবে বেশ ভালো। সোমবার ক্লাসে ঠিকমতো পড়া না পড়ে আসায় সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে একটা মারা হয়েছে। এর বেশি কিছুনা।’
এ বিষয়ে জানতে পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, আমাদের কাছে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীর চারঘাটের পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে অনুপস্থিত থাকার অপরাধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে ওই শিক্ষার্থীকে। আজ মঙ্গলবার আহত ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রীর মা আদরী বেগম জানান, তিনি নিজে শারীরিকভাবে অসুস্থ। এ জন্য বাড়ির কাজে সহযোগিতা করতে তাঁর মেয়ে শান্তা খাতুন কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। প্রধান শিক্ষককে জানিয়ে ছুটিও নিয়েছিল। সোমবার সকালে বিদ্যালয়ে গেলে ক্লাস শিক্ষক মোজাম্মেল হক অনুপস্থিত থাকার কারণে লাঠি দিয়ে মারপিট করে। কিন্তু তাঁর মেয়ে মার খেয়ে অসুস্থ বোধ করলেও বাড়িতে আসতে দেয়নি ওই শিক্ষক। মাঝে মধ্যেই এভাবে মারধর করে।
আদরী বেগম আরও জানান, বিদ্যালয় ছুটির পর বাড়িতে এসে তাঁর মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে তিনি স্থানীয় একজন পল্লি চিকিৎসকের কাছে থেকে মেয়ের জন্য ওষুধ নেন। ওষুধ খাওয়ানোর পরেও অসুস্থ বোধ করলে মঙ্গলবার সকালে মেয়েকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান।
অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক বেত দিয়ে হাতে মারার বিষয়টি স্বীকার করে বলেন, ‘শান্তা শিক্ষার্থী হিসেবে বেশ ভালো। সোমবার ক্লাসে ঠিকমতো পড়া না পড়ে আসায় সামান্য শাসন করেছি। হাতে বেত দিয়ে একটা মারা হয়েছে। এর বেশি কিছুনা।’
এ বিষয়ে জানতে পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানার কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, আমাদের কাছে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৩ ঘণ্টা আগে