প্রতিনিধি, রাজশাহী সদর

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে এই ২২ জনের মৃত্যু হয়। চলতি জুলাইয়ে এ পর্যন্ত ৪১১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই রাজশাহী। এ ছাড়া মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার চারজন করে রয়েছেন। বাকিদের মধ্যে নাটোরের দুজন এবং নওগাঁর একজন। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪১২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮৬ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৩ জন রোগী।
ভর্তি থাকা রোগীদের মধ্যে ২১৬ জন রাজশাহীর, ২২ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬২ জন নাটোরের, ৪০ জন নওগাঁর, ৫২ জন পাবনার, ১০ জন কুষ্টিয়ার, তিনজন জয়পুরহাটের, দুজন করে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের এবং একজন করে সিরাজগঞ্জ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঈদের পরদিন বৃহস্পতিবার জেলায় মোট ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে এই ২২ জনের মৃত্যু হয়। চলতি জুলাইয়ে এ পর্যন্ত ৪১১ জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।
আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মৃত ২২ জনের মধ্যে ১১ জনের বাড়িই রাজশাহী। এ ছাড়া মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও পাবনার চারজন করে রয়েছেন। বাকিদের মধ্যে নাটোরের দুজন এবং নওগাঁর একজন। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুজন করে এবং নাটোর ও পাবনার একজন করে মোট ছয়জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ রিপোর্ট হলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে মারা গেছেন। অন্য ১৫ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এখন করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি। শুক্রবার সকালে ভর্তি ছিলেন ৪১২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৮৬ জন। উপসর্গ নিয়ে আছেন ১৭৩ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৩ জন রোগী।
ভর্তি থাকা রোগীদের মধ্যে ২১৬ জন রাজশাহীর, ২২ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬২ জন নাটোরের, ৪০ জন নওগাঁর, ৫২ জন পাবনার, ১০ জন কুষ্টিয়ার, তিনজন জয়পুরহাটের, দুজন করে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের এবং একজন করে সিরাজগঞ্জ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।
রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, ঈদের পরদিন বৃহস্পতিবার জেলায় মোট ৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৩৯ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে