নওগাঁ প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাংকের সিলগালা খুলে ফেলার ঘটনায় নওগাঁর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের জেলা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সদস্যরা হলেন ওসি আব্দুল মালেক, কনস্টেবল মো. রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান ও মেহেদী হাসান। এর আগে এসআই জাকিরুল ইসলাম ও পুলিশ সদস্য ইকবাল হোসেনকে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে থানাহাজতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে এএসপি শরিফুল ইসলাম জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার কয়েক সেট প্রশ্নপত্র থানার মালখানায় রাখার কথা থাকলেও তা রাখা হয়েছিল হাজতখানায়। গত মঙ্গলবার রাতে এক আসামিকে সেখানে রাখা হলে গভীর রাতে তিনি ট্রাংকের সিলগালা খুলে ফেলেন। ভেতরে থাকা প্রশ্নপত্র ছিঁড়ে ছড়িয়ে দেন হাজতের ভেতরেই।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এসআই ও এক কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়। পরে গতকাল শনিবার আরও চারজনকে প্রত্যাহার করা হয়। এরই মধ্যে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, ওই আসামি হত্যা মামলার আসামি। ট্রাংক খোলা ও প্রশ্নপত্র নষ্টের ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, খোলা ট্রাংকে ৫০টি প্রশ্নপত্র ছিল। সবকটিই উদ্ধার করা হয়েছে। যদিও কয়েকটি প্রশ্নপত্র ছেঁড়া ছিল, তবে কোনোটি হারায়নি বলে দাবি তাঁর।
এদিকে রাজশাহী শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্র বাতিল করেছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট সেটে আর পরীক্ষা নেওয়া হবে না। বিকল্প সেটে পরীক্ষা নেওয়া হবে ১৯ জুলাই, রাজশাহী বিভাগের আট জেলায়।

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ট্রাংকের সিলগালা খুলে ফেলার ঘটনায় নওগাঁর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেকসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার তাঁদের জেলা পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
নওগাঁর পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সদস্যরা হলেন ওসি আব্দুল মালেক, কনস্টেবল মো. রেজুয়ানুর রহমান, আতিকুর রহমান ও মেহেদী হাসান। এর আগে এসআই জাকিরুল ইসলাম ও পুলিশ সদস্য ইকবাল হোসেনকে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা ট্রাংকের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে থানাহাজতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে এএসপি শরিফুল ইসলাম জানান, আসন্ন এইচএসসি পরীক্ষার কয়েক সেট প্রশ্নপত্র থানার মালখানায় রাখার কথা থাকলেও তা রাখা হয়েছিল হাজতখানায়। গত মঙ্গলবার রাতে এক আসামিকে সেখানে রাখা হলে গভীর রাতে তিনি ট্রাংকের সিলগালা খুলে ফেলেন। ভেতরে থাকা প্রশ্নপত্র ছিঁড়ে ছড়িয়ে দেন হাজতের ভেতরেই।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ এসআই ও এক কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়। পরে গতকাল শনিবার আরও চারজনকে প্রত্যাহার করা হয়। এরই মধ্যে পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ জানায়, ওই আসামি হত্যা মামলার আসামি। ট্রাংক খোলা ও প্রশ্নপত্র নষ্টের ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে আরেকটি মামলা করা হয়েছে।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, খোলা ট্রাংকে ৫০টি প্রশ্নপত্র ছিল। সবকটিই উদ্ধার করা হয়েছে। যদিও কয়েকটি প্রশ্নপত্র ছেঁড়া ছিল, তবে কোনোটি হারায়নি বলে দাবি তাঁর।
এদিকে রাজশাহী শিক্ষা বোর্ড আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয়পত্র বাতিল করেছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট সেটে আর পরীক্ষা নেওয়া হবে না। বিকল্প সেটে পরীক্ষা নেওয়া হবে ১৯ জুলাই, রাজশাহী বিভাগের আট জেলায়।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
৩৩ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
৩৬ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে