রাবি প্রতিনিধি

রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) প্রবেশ করে হুমকি-ধমকির অভিযোগে নুরুন্নাহার খাতুন মিলি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিসা সেন্টার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে আটক করে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
আটক ওই নারী রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত রাফি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং উপশহর এলাকার সেক্টর নম্বর ১-এর একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
এদিকে ভুক্তভোগী একাধিক সেবাগ্রহীতা মিলির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওই নারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা করিয়ে দেওয়াসহ ভারতীয় হাসপাতালে রোগী পাঠানো কাজ করে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে সেবাগ্রহীতারা তাঁর কাছ থেকে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলে ওই সেবাগ্রহীতাদের নারী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন। এই ভয়ে কেউ কোনো অভিযোগ করতে সাহস পেতেন না।
এ বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কিছুদিন আগে রাজশাহী ভিসা সেন্টারে একজন আবেদনকারী তাঁর পরিবারের মোট ৩টি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তাঁর আবেদনপত্র অনলাইনে যাচাই-বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাঁকে বিষয়টি অবগত করা হয়। এ সময় ওই আবেদনকারী জানান, স্থানীয় একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় ৩টি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী উল্টো আমাদেরকে সন্দেহ করেন। আমরা বুঝতে পারি আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাঁকে থানায় অভিযোগের পরামর্শ দিই।
বিপ্লব কুমার সাহা আরও বলেন, এই ঘটনার পর ৩ জুলাই সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধমকি প্রদান করেন। একই সঙ্গে আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি নগরীর বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করি। এরপর থানা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে ও অভিযুক্তকে আটক করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা আটক মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই ওই নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) প্রবেশ করে হুমকি-ধমকির অভিযোগে নুরুন্নাহার খাতুন মিলি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিসা সেন্টার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে আটক করে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
আটক ওই নারী রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত রাফি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং উপশহর এলাকার সেক্টর নম্বর ১-এর একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
এদিকে ভুক্তভোগী একাধিক সেবাগ্রহীতা মিলির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওই নারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা করিয়ে দেওয়াসহ ভারতীয় হাসপাতালে রোগী পাঠানো কাজ করে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে সেবাগ্রহীতারা তাঁর কাছ থেকে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলে ওই সেবাগ্রহীতাদের নারী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন। এই ভয়ে কেউ কোনো অভিযোগ করতে সাহস পেতেন না।
এ বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কিছুদিন আগে রাজশাহী ভিসা সেন্টারে একজন আবেদনকারী তাঁর পরিবারের মোট ৩টি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তাঁর আবেদনপত্র অনলাইনে যাচাই-বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাঁকে বিষয়টি অবগত করা হয়। এ সময় ওই আবেদনকারী জানান, স্থানীয় একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় ৩টি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী উল্টো আমাদেরকে সন্দেহ করেন। আমরা বুঝতে পারি আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাঁকে থানায় অভিযোগের পরামর্শ দিই।
বিপ্লব কুমার সাহা আরও বলেন, এই ঘটনার পর ৩ জুলাই সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধমকি প্রদান করেন। একই সঙ্গে আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি নগরীর বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করি। এরপর থানা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে ও অভিযুক্তকে আটক করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা আটক মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই ওই নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে