রাবি প্রতিনিধি

রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) প্রবেশ করে হুমকি-ধমকির অভিযোগে নুরুন্নাহার খাতুন মিলি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিসা সেন্টার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে আটক করে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
আটক ওই নারী রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত রাফি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং উপশহর এলাকার সেক্টর নম্বর ১-এর একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
এদিকে ভুক্তভোগী একাধিক সেবাগ্রহীতা মিলির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওই নারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা করিয়ে দেওয়াসহ ভারতীয় হাসপাতালে রোগী পাঠানো কাজ করে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে সেবাগ্রহীতারা তাঁর কাছ থেকে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলে ওই সেবাগ্রহীতাদের নারী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন। এই ভয়ে কেউ কোনো অভিযোগ করতে সাহস পেতেন না।
এ বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কিছুদিন আগে রাজশাহী ভিসা সেন্টারে একজন আবেদনকারী তাঁর পরিবারের মোট ৩টি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তাঁর আবেদনপত্র অনলাইনে যাচাই-বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাঁকে বিষয়টি অবগত করা হয়। এ সময় ওই আবেদনকারী জানান, স্থানীয় একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় ৩টি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী উল্টো আমাদেরকে সন্দেহ করেন। আমরা বুঝতে পারি আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাঁকে থানায় অভিযোগের পরামর্শ দিই।
বিপ্লব কুমার সাহা আরও বলেন, এই ঘটনার পর ৩ জুলাই সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধমকি প্রদান করেন। একই সঙ্গে আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি নগরীর বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করি। এরপর থানা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে ও অভিযুক্তকে আটক করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা আটক মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই ওই নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

রাজশাহীতে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারে (আই-ভ্যাক সেন্টার) প্রবেশ করে হুমকি-ধমকির অভিযোগে নুরুন্নাহার খাতুন মিলি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ভিসা সেন্টার কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ওই নারীকে আটক করে নগরীর বোয়ালিয়া থানা-পুলিশ। আজ শুক্রবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন।
আটক ওই নারী রাজশাহী নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় অবস্থিত রাফি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং উপশহর এলাকার সেক্টর নম্বর ১-এর একটি ভাড়া বাড়িতে বসবাস করেন।
এদিকে ভুক্তভোগী একাধিক সেবাগ্রহীতা মিলির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওই নারী অতিরিক্ত অর্থের বিনিময়ে ভারতীয় ভিসা করিয়ে দেওয়াসহ ভারতীয় হাসপাতালে রোগী পাঠানো কাজ করে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে সেবাগ্রহীতারা তাঁর কাছ থেকে প্রতারিত হয়েছেন। এ বিষয়ে কোনো কথা বলতে গেলে ওই সেবাগ্রহীতাদের নারী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন। এই ভয়ে কেউ কোনো অভিযোগ করতে সাহস পেতেন না।
এ বিষয়ে ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, কিছুদিন আগে রাজশাহী ভিসা সেন্টারে একজন আবেদনকারী তাঁর পরিবারের মোট ৩টি ভিসার কাগজপত্র নিয়ে আসেন। আমরা তাঁর আবেদনপত্র অনলাইনে যাচাই-বাছাই করে দেখি তিনি আবেদনের নির্ধারিত ফি জমা না দিয়েই এসেছেন। তাঁকে বিষয়টি অবগত করা হয়। এ সময় ওই আবেদনকারী জানান, স্থানীয় একটি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এক নারীর মাধ্যমে তিনি অনলাইনে ভিসার ফি পরিশোধ করেছেন। ভারতীয় ৩টি ভিসার জন্য নির্ধারিত ফি ২ হাজার ৫২০ টাকা। সেখানে ওই আবেদনকারীর কাছ থেকে নেয়া হয়েছে ৭ হাজার ৫০০ টাকা। অথচ ওই আবেদনকারীর কোনো টাকাই পরিশোধ করা হয়নি। আবেদনকারী উল্টো আমাদেরকে সন্দেহ করেন। আমরা বুঝতে পারি আবেদনকারী প্রতারণার শিকার হয়েছেন। এরপর আমরা তাঁকে থানায় অভিযোগের পরামর্শ দিই।
বিপ্লব কুমার সাহা আরও বলেন, এই ঘটনার পর ৩ জুলাই সকাল পৌনে ১০টার দিকে আমাদের ভিসা সেন্টারে একজন নারী (নুরুন্নাহার খাতুন মিলি) এসে আমিসহ আমাদের অফিসের সব স্টাফকে হুমকি-ধমকি প্রদান করেন। একই সঙ্গে আমাদের চাকরি থেকে বরখাস্তের ভয় দেখান। ঘটনার পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি নগরীর বোয়ালিয়া থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করি। এরপর থানা কর্তৃপক্ষ আমাদের সহযোগিতা করে ও অভিযুক্তকে আটক করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, নগরীর বর্ণালীর মোড়ে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা আটক মিলির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতেই ওই নারীকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৫ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৬ ঘণ্টা আগে