Ajker Patrika

আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৩: ১৭
আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩ 

বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে দুজনের এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মুরুইল বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল করিম রেজা আজকের পত্রিকাকে জানান, একটি ট্রাক নষ্ট হয়ে গেলে সেটিকে থামিয়ে রাস্তার পাশে মেরামত করছিলেন চালক। এ সময় বগুড়ার দিক থেকে আসা অপর একটি মিনি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং বগুড়ার হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় নিহতরা হলেন—ঢাকার কামরাঙ্গীরচরের গাফ্ফারের ছেলে বাদন মিয়া (৪০), নওগাঁর সাপাহার মাস্টারপাড়ার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও নওগাঁর দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক হোসেন (৪৫)। ট্রাকচালকের সহযোগী জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৩) গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত