রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই কমিটি ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
নির্বাচিত কমিটি তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে। এই কমিটির মেয়াদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
নবনির্বাচিত কমিটির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো—অ্যালামনাইদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা, বর্তমান শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোর উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করা। কীভাবে বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করা যায়, সে ব্যাপারে অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের একটি যোগসূত্র গড়ে তোলা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন। তিনি বলেন, নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। যাঁরাই এখানে আসবেন, তাঁরা দলমত–ধর্ম–বর্ণ–নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘নির্বাচন বর্জন কিংবা কে কোন মতের, সেটা দেখা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আর আমরা সেই প্রত্যয় নিয়েই এখানে এসেছি।’
এর আগে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুয়া নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নানা বিতর্ক ও সমালোচনার মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
যদিও নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় রুয়ার গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপিপন্থী জীবন সদস্যরা নির্বাচন বর্জন করেন। ফলে ৫১টি পদের মধ্যে ২৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জামায়াতপন্থী হিসেবে পরিচিত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।
পরে অন্য ২৪টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সেখানেও ২৩টি পদে জামায়াতপন্থীরা জয়ী হন বলে জানা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে। নবগঠিত এই কমিটি ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।
নির্বাচিত কমিটি তিনটি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছে। এই কমিটির মেয়াদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরবর্তী তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে।
নবনির্বাচিত কমিটির লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো—অ্যালামনাইদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা, বর্তমান শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করা এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোর উন্নয়ন ও উন্নতির জন্য কাজ করা। কীভাবে বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়ন করা যায়, সে ব্যাপারে অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের একটি যোগসূত্র গড়ে তোলা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরবি বিভাগের অধ্যাপক নিজাম উদ্দীন। তিনি বলেন, নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। যাঁরাই এখানে আসবেন, তাঁরা দলমত–ধর্ম–বর্ণ–নির্বিশেষে সবাইকে একত্রে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘নির্বাচন বর্জন কিংবা কে কোন মতের, সেটা দেখা হবে না। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আর আমরা সেই প্রত্যয় নিয়েই এখানে এসেছি।’
এর আগে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুয়া নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নানা বিতর্ক ও সমালোচনার মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়।
যদিও নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় রুয়ার গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপিপন্থী জীবন সদস্যরা নির্বাচন বর্জন করেন। ফলে ৫১টি পদের মধ্যে ২৭টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় জামায়াতপন্থী হিসেবে পরিচিত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।
পরে অন্য ২৪টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে সেখানেও ২৩টি পদে জামায়াতপন্থীরা জয়ী হন বলে জানা গেছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে