সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।
ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।
এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের বিরুদ্ধে একই সঙ্গে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি নোটিশের জবাবও দিয়েছেন।
ফারুক হোসেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) হিসেবে কর্মরত আছেন।
আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ফারুক হোসেন কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ১ জানুয়ারি আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়। সময় মতো নোটিশের জবাব দেওয়া হয়েছে।’
এই চেয়ারম্যান আরও বলেন, ‘অনেকেই দুটি প্রতিষ্ঠানে কাজ করছেন। এ বিষয় নিয়ে হাইকোর্টে রিট দাখিল হয়েছে। রিটের কাগজপত্র নোটিশের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে।’
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ফারুক হোসেন চেয়ারম্যানের দায়িত্বসহ একই সঙ্গে চৌহালী আদর্শ উচ্চবিদ্যালয়ে কর্মরত। তিনি একাধিক চাকরিতে বা আর্থিক লাভজনক পদে সন্মানী বেতন-ভাতা নিচ্ছেন। যার সত্যতা পাওয়া গেছে। একই সঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করা জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১১ দশমিক ১৭ ধারার পরিপন্থী।
এ অবস্থায় ধারা অনুযায়ী কেন আপনার এমপিও বাতিলসহ বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব ৭ কার্য দিবসের মধ্যে অধিদপ্তরে পাঠানোর জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
২৭ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
৩০ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে