বগুড়া প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অপবাদে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরের বাবা থানায় মামলা করেছেন। মামলায় দুজনকের গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার কয়েক দফায় নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে, গত বুধবার নন্দীগ্রাম পৌরসভার নামুইট তিনমাথা বাজারে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই কিশোরের একজনের (১৭) বাড়ি উপজেলার তাঁরাটিয়া ও অপরজনের (১৬) বাড়ি ভাটরা গ্রামে। গ্রেপ্তার দুজন হলেন নামুইট গ্রামের মাতব্বর নজরুল ইসলাম ও একই গ্রামের কাচু প্রামানিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামুইট তিনমাথা বাজারে নতুন ওয়াক্ত জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে রাস্তা থেকে ধরে আনেন নামুইট গ্রামের নজরুল ও কাচু প্রামাণিক। পরে গ্রামের কয়েকজন একত্রিত হয়ে দুই কিশোরকে রশি দিয়ে গাছে বেঁধে সালিস বসিয়ে মারধর করা হয়।
নির্যাতনের শিকার এক কিশোর জানায়, তারা বাবা-ছেলে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সকালে দুই বন্ধু অটোভ্যান নিয়ে নন্দীগ্রাম শহরের দিকে যাচ্ছিল। নামুইট মোড়ে ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চোর চোর করে চিৎকার করেন নামুইট গ্রামের মাতব্বর নজরুল। কয়েকজন মোড়ল ও স্থানীয় লোকজন এসে যাচাই না করেই তাদের মারতে মারতে রাস্তার পাশে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই চোর আখ্যা দিয়ে গাছে বেঁধে এক ঘণ্টার অমানবিক নির্যাতন করা হয়।
প্রমাণ ছাড়া মারধরের বিষয়ে উপস্থিত কয়েকজন প্রশ্ন তোলায় দুই কিশোরকে মসজিদের ভেতর নিয়ে যায়। সেখানে আরও আধঘণ্টা নির্যাতন করা হয়।
গ্রেপ্তারের আগে গ্রাম্য মোড়ল নজরুল বলেছিলেন, ‘ফজর নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা চলে যাওয়ার পর দুই কিশোর দানবাক্স থেকে টাকা চুরি করে। তাদেরকে আটক করে শাসন করে ছেড়ে দেওয়া হয়।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নামুইটের সাবেক কাউন্সিলর রহমত আলী বলেন, ‘মসজিদে টাকা চুরির কারণে দুজনকে শাসন করেছে। তাদেরকে পুলিশে সোপর্দ করার চেষ্টা করেছি। জানানোর পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার এক কিশোরের বাবা বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেছেন। মামলায় আজ সোমবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ার নন্দীগ্রামে মসজিদের দানবাক্স থেকে ২০০ টাকা চুরির অপবাদে দুই কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক কিশোরের বাবা থানায় মামলা করেছেন। মামলায় দুজনকের গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার কয়েক দফায় নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে, গত বুধবার নন্দীগ্রাম পৌরসভার নামুইট তিনমাথা বাজারে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার দুই কিশোরের একজনের (১৭) বাড়ি উপজেলার তাঁরাটিয়া ও অপরজনের (১৬) বাড়ি ভাটরা গ্রামে। গ্রেপ্তার দুজন হলেন নামুইট গ্রামের মাতব্বর নজরুল ইসলাম ও একই গ্রামের কাচু প্রামানিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামুইট তিনমাথা বাজারে নতুন ওয়াক্ত জামে মসজিদের দানবাক্স থেকে টাকা চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে রাস্তা থেকে ধরে আনেন নামুইট গ্রামের নজরুল ও কাচু প্রামাণিক। পরে গ্রামের কয়েকজন একত্রিত হয়ে দুই কিশোরকে রশি দিয়ে গাছে বেঁধে সালিস বসিয়ে মারধর করা হয়।
নির্যাতনের শিকার এক কিশোর জানায়, তারা বাবা-ছেলে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সকালে দুই বন্ধু অটোভ্যান নিয়ে নন্দীগ্রাম শহরের দিকে যাচ্ছিল। নামুইট মোড়ে ভ্যান থামানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে চোর চোর করে চিৎকার করেন নামুইট গ্রামের মাতব্বর নজরুল। কয়েকজন মোড়ল ও স্থানীয় লোকজন এসে যাচাই না করেই তাদের মারতে মারতে রাস্তার পাশে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই চোর আখ্যা দিয়ে গাছে বেঁধে এক ঘণ্টার অমানবিক নির্যাতন করা হয়।
প্রমাণ ছাড়া মারধরের বিষয়ে উপস্থিত কয়েকজন প্রশ্ন তোলায় দুই কিশোরকে মসজিদের ভেতর নিয়ে যায়। সেখানে আরও আধঘণ্টা নির্যাতন করা হয়।
গ্রেপ্তারের আগে গ্রাম্য মোড়ল নজরুল বলেছিলেন, ‘ফজর নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা চলে যাওয়ার পর দুই কিশোর দানবাক্স থেকে টাকা চুরি করে। তাদেরকে আটক করে শাসন করে ছেড়ে দেওয়া হয়।’
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নামুইটের সাবেক কাউন্সিলর রহমত আলী বলেন, ‘মসজিদে টাকা চুরির কারণে দুজনকে শাসন করেছে। তাদেরকে পুলিশে সোপর্দ করার চেষ্টা করেছি। জানানোর পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি।’
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার এক কিশোরের বাবা বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেছেন। মামলায় আজ সোমবার দুপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে