রাজশাহী প্রতিনিধি

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট সংগ্রহকারী (টিসি) কার্যালয়ে যাত্রীকে পেটানোর ঘটনায় দুই পক্ষের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্তের অংশ হিসেবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে নেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডু তাঁর দপ্তরে তাঁদের বক্তব্য নেন।
প্রথমেই ভুক্তভোগী যাত্রী মো. রুবেলের (২৪) বক্তব্য নেওয়া হয়। এরপর একে একে অভিযুক্ত টিসি মেহেদী হাসান রাসেল, তাঁর স্ত্রী ও টিসি রেহেনাজ পারভীনের বক্তব্য নেওয়া হয়। পরে ঘটনার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া করা হয়। সাক্ষী হিসেবে ছিলেন স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম, ট্রেন পরিচালক (গার্ড) রুবাইয়ৎ-ই-হাসান, টিসি আবু সাদাত ইমরান, কলবয় আবু জাহিদ রকি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী সুমন রেজা, শাওন হোসেন, রনি মৈত্র ও বেলাল হোসেন। সকাল ১০টার দিকেই তাঁরা সবাই পশ্চিম রেলের সদর দপ্তরে উপস্থিত হন।
সাংবাদিকদের দেখে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের স্ত্রী রেহেনাজ পারভীন বলেন, ‘এই ‘ঝামেলা’ থেকে মুক্ত হলেই তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন।’ ঘটনার বিষয়ে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না।
গত ৪ জানুয়ারি রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত টিসি রেহেনাজ পারভীন আনসার সদস্য রুবেলের কাছে টিকিট দেখতে চেয়েছিলেন। টিকিট দেখার পর টিকিটের নাম ও জাতীয় পরিচয়পত্রে দুই রকম নামের বানান থাকায় বাগ্বিতণ্ডায় জড়ান তাঁর স্বামী রাসেল। একপর্যায়ে তাঁকে টিসি অফিসে নিয়ে গিয়ে পেটানো হয়। ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে রুবেলকে গালাগালি করতে শোনা গেছে। রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলা নিয়েও আপত্তিকর কথা বলতে শোনা গেছে রাসেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়লে রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে কটূক্তি করায় ক্ষুব্ধ হন সেই জেলার মানুষও। সংক্ষুব্ধ একজন আইনজীবী পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে (জিএম) আইনগত বিজ্ঞপ্তি পাঠিয়ে জানতে চেয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার রুবেলের সঙ্গে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্যরাও পশ্চিম রেলের সদর দপ্তরে গিয়েছিলেন। তদন্ত কমিটিতে জবানবন্দি দেওয়ার পর ভুক্তভোগী রুবেল জানান, তাঁকে যেভাবে নির্যাতন করা হয়েছে তিনি তার বর্ণনা তদন্ত কমিটির কাছে দিয়েছেন। রুবেল বলেন, ‘আমাকে যে নির্যাতন করা হয়েছে তার ভিডিও ফুটেজ আছে। এটাও দেখিয়েছি। আমি আশা করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, সাত দিনের মধ্যে তদন্ত কমিটিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি এখনো প্রতিবেদন পাননি। দুই পক্ষের বক্তব্য গ্রহণ হয়ে যাওয়ায় দ্রুতই প্রতিবেদন পাবেন। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট সংগ্রহকারী (টিসি) কার্যালয়ে যাত্রীকে পেটানোর ঘটনায় দুই পক্ষের জবানবন্দি নিয়েছে তদন্ত কমিটি। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তদন্তের অংশ হিসেবে প্রত্যেকের আলাদা আলাদাভাবে নেওয়া হয়। তদন্ত কমিটির প্রধান পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার গৌতম কুমার কুণ্ডু তাঁর দপ্তরে তাঁদের বক্তব্য নেন।
প্রথমেই ভুক্তভোগী যাত্রী মো. রুবেলের (২৪) বক্তব্য নেওয়া হয়। এরপর একে একে অভিযুক্ত টিসি মেহেদী হাসান রাসেল, তাঁর স্ত্রী ও টিসি রেহেনাজ পারভীনের বক্তব্য নেওয়া হয়। পরে ঘটনার সাক্ষীদের সাক্ষ্য নেওয়া করা হয়। সাক্ষী হিসেবে ছিলেন স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম, ট্রেন পরিচালক (গার্ড) রুবাইয়ৎ-ই-হাসান, টিসি আবু সাদাত ইমরান, কলবয় আবু জাহিদ রকি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী সুমন রেজা, শাওন হোসেন, রনি মৈত্র ও বেলাল হোসেন। সকাল ১০টার দিকেই তাঁরা সবাই পশ্চিম রেলের সদর দপ্তরে উপস্থিত হন।
সাংবাদিকদের দেখে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের স্ত্রী রেহেনাজ পারভীন বলেন, ‘এই ‘ঝামেলা’ থেকে মুক্ত হলেই তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন।’ ঘটনার বিষয়ে সাময়িক বরখাস্ত টিসি মেহেদী হাসান রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা হওয়ার তা হয়েই গেছে। এখন আর এসব নিয়ে কোনো কথা বলতে চাই না।
গত ৪ জানুয়ারি রাজশাহী রেল স্টেশনে দায়িত্বরত টিসি রেহেনাজ পারভীন আনসার সদস্য রুবেলের কাছে টিকিট দেখতে চেয়েছিলেন। টিকিট দেখার পর টিকিটের নাম ও জাতীয় পরিচয়পত্রে দুই রকম নামের বানান থাকায় বাগ্বিতণ্ডায় জড়ান তাঁর স্বামী রাসেল। একপর্যায়ে তাঁকে টিসি অফিসে নিয়ে গিয়ে পেটানো হয়। ঘটনার ছড়িয়ে পড়া ফুটেজে রুবেলকে গালাগালি করতে শোনা গেছে। রুবেলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হওয়ায় সে জেলা নিয়েও আপত্তিকর কথা বলতে শোনা গেছে রাসেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়লে রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা নিয়ে কটূক্তি করায় ক্ষুব্ধ হন সেই জেলার মানুষও। সংক্ষুব্ধ একজন আইনজীবী পশ্চিম রেলের মহাব্যবস্থাপককে (জিএম) আইনগত বিজ্ঞপ্তি পাঠিয়ে জানতে চেয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে জবাব না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার রুবেলের সঙ্গে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সদস্যরাও পশ্চিম রেলের সদর দপ্তরে গিয়েছিলেন। তদন্ত কমিটিতে জবানবন্দি দেওয়ার পর ভুক্তভোগী রুবেল জানান, তাঁকে যেভাবে নির্যাতন করা হয়েছে তিনি তার বর্ণনা তদন্ত কমিটির কাছে দিয়েছেন। রুবেল বলেন, ‘আমাকে যে নির্যাতন করা হয়েছে তার ভিডিও ফুটেজ আছে। এটাও দেখিয়েছি। আমি আশা করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার জানান, সাত দিনের মধ্যে তদন্ত কমিটিতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি এখনো প্রতিবেদন পাননি। দুই পক্ষের বক্তব্য গ্রহণ হয়ে যাওয়ায় দ্রুতই প্রতিবেদন পাবেন। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২০ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে