রাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যার ফলাফল আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উন্নয়নের কথা মাথায় রাখেন না। তারা একটি নির্দিষ্ট সরকারি ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা করে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান খান আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা যখন বাংলায় বলি তখন সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু পাবলিকের বাংলা সরকারি নয়। এটা হওয়ার কথা ছিল জনসাধারণের বিশ্ববিদ্যালয়। জনগণের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করার জায়গা, গবেষণা করার জায়গা, মুক্ত চিন্তা করার জায়গা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে এখনো সর্বজনীন করতে পারিনি।’
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কীভাবে বলতে পারে প্রাধ্যক্ষ সিট দেওয়ার কে? এটাই হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় আপনি মাথা নত করবেন নাকি উঁচু করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে।
অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটি গঠন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। সংগঠনের সদস্য রায়হান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন সরকার, রাজশাহী মহানগরের সভাপতি জিন্নাত আরা সুমু, সাধারণ সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সংগঠক আযাদ রহমান প্রমুখ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যার ফলাফল আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উন্নয়নের কথা মাথায় রাখেন না। তারা একটি নির্দিষ্ট সরকারি ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা করে।’
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মশিউর রহমান খান আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা যখন বাংলায় বলি তখন সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু পাবলিকের বাংলা সরকারি নয়। এটা হওয়ার কথা ছিল জনসাধারণের বিশ্ববিদ্যালয়। জনগণের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করার জায়গা, গবেষণা করার জায়গা, মুক্ত চিন্তা করার জায়গা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে এখনো সর্বজনীন করতে পারিনি।’
রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কীভাবে বলতে পারে প্রাধ্যক্ষ সিট দেওয়ার কে? এটাই হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় আপনি মাথা নত করবেন নাকি উঁচু করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে।
অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটি গঠন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। সংগঠনের সদস্য রায়হান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন সরকার, রাজশাহী মহানগরের সভাপতি জিন্নাত আরা সুমু, সাধারণ সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সংগঠক আযাদ রহমান প্রমুখ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে