আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

স্থানীয়রা তাঁকে ‘মাথা’ নামে ডাকে। পুরো নাম সাহেব আলী মাথা। সারা দিন বিভিন্ন ট্রেনে ফেরি করে হ্যান্ড মাইকে নানা সামগ্রী বিক্রি করেন। সন্ধ্যা হলেই স্বেচ্ছায় নির্বাচনী প্রচারের কাজে নেমে পড়েন। বগুড়া-৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের (ট্রাক প্রতীক) হয়ে কাজ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভের মোড় এলাকার এই ফেরিওয়ালা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন সান্তাহার স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সাহেব আলী মাথার এক হাতে ট্রাক মার্কার পোস্টার, অন্য হাতে মাইক নিয়ে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারা দিন মাথায় ফেরি নিয়ে বিভিন্ন ট্রেনে নানা ধরনের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। আর সন্ধ্যার পর থেকে বাঁধন ভাইকে ভালোবেসে তাঁর প্রচার চালাচ্ছি। আমি নিজের উদ্যোগে বিনা স্বার্থে তাঁর হয়ে কাজ করছি।’
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু বলেন, ‘শুনেছি সাহেব আলী মাথা স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের নির্বাচনী প্রচার করছে। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।’
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘সাহেব আলী মাথা নামের ওই ফেরিওয়ালাকে কয়েক দিন ধরে দেখছি নির্বাচনী এলাকায় বাঁধনের ট্রাক মার্কার প্রচার চালাচ্ছেন। বর্তমানে স্বার্থ ছাড়া কাজ করা লোক খুব কম চোখে পড়ে।’
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। সব শ্রেণির জনগণ যে আমাকে ভালোবাসে, সাহেব আলী মাথাকে দেখে সেটা বোঝা যায়।’

স্থানীয়রা তাঁকে ‘মাথা’ নামে ডাকে। পুরো নাম সাহেব আলী মাথা। সারা দিন বিভিন্ন ট্রেনে ফেরি করে হ্যান্ড মাইকে নানা সামগ্রী বিক্রি করেন। সন্ধ্যা হলেই স্বেচ্ছায় নির্বাচনী প্রচারের কাজে নেমে পড়েন। বগুড়া-৩ আসনে (আদমদীঘি-দুপচাঁচিয়া) স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের (ট্রাক প্রতীক) হয়ে কাজ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হার্ভের মোড় এলাকার এই ফেরিওয়ালা।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিন সান্তাহার স্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, সাহেব আলী মাথার এক হাতে ট্রাক মার্কার পোস্টার, অন্য হাতে মাইক নিয়ে সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের ভোট চেয়ে বেড়াচ্ছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সারা দিন মাথায় ফেরি নিয়ে বিভিন্ন ট্রেনে নানা ধরনের সামগ্রী বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। আর সন্ধ্যার পর থেকে বাঁধন ভাইকে ভালোবেসে তাঁর প্রচার চালাচ্ছি। আমি নিজের উদ্যোগে বিনা স্বার্থে তাঁর হয়ে কাজ করছি।’
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু বলেন, ‘শুনেছি সাহেব আলী মাথা স্বেচ্ছায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের নির্বাচনী প্রচার করছে। এ জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।’
আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রুকু বলেন, ‘সাহেব আলী মাথা নামের ওই ফেরিওয়ালাকে কয়েক দিন ধরে দেখছি নির্বাচনী এলাকায় বাঁধনের ট্রাক মার্কার প্রচার চালাচ্ছেন। বর্তমানে স্বার্থ ছাড়া কাজ করা লোক খুব কম চোখে পড়ে।’
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমাকে জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। সব শ্রেণির জনগণ যে আমাকে ভালোবাসে, সাহেব আলী মাথাকে দেখে সেটা বোঝা যায়।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৬ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে