বেড়া (পাবনা) প্রতিনিধি

এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।

এসি (এয়ারকন্ডিশনার) কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে নেওয়া টাকা ফেরত দিলেন বেড়া উপজেলার ঢালারচর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে এসে আদায়কৃত টাকা ফেরত দেওয়া হয়।
জানা যায়, গতকাল রোববার ওই বিদ্যালয়ে এসি কেনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে করোনা টিকার নামে টাকা আদায় করা হয়। প্রতিটি শিক্ষার্থীদের কাছ থেকে ৬০-১০০ টাকা করে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রচারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনেও তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে আজ বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকায় মাইকিং করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ডেকে নিয়ে আদায়কৃত টাকা ফেরত দেন।
অষ্টম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলেন, টিকা প্রদানের নামে টাকা আদায়কে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ করিনি। এ কারণে বিষয়টি নিয়ে প্রথম থেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছিলাম। টাকা ফেরত পাওয়াতে আমরা খুশি হয়েছি। অনিয়মের বিরুদ্ধে এটি আমাদের প্রতিবাদ ছিল।
ঢালারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, ছাত্রছাত্রীদের কষ্ট লাঘবের কথা চিন্তা ও অনেকের সঙ্গে আলোচনা করে টাকা আদায় করা হয়েছিল। বিষয়টির নেতিবাচক প্রভাব নিয়ে আমি ভাবিনি। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, আমি টাকা আদায়ের সত্যতা পেয়েছি। তাই জরুরিভাবে আজকের মধ্যেই শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
টাকা ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন-বেড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুর রশিদ, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দরা।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে