প্রতিনিধি

বদলগাছী (নওগাঁ): নওগাঁ বদলগাছী উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকারীকে সালিসের মাধ্যমে বিচারের আশ্বাস দেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু। কিন্তু বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি করেন বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভুক্তভোগীর পরিবার। বিচার না পেয়ে অবশেষে ১০ জুন (বৃহস্পতিবার) থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন ওই ভুক্তভোগী। মামলার পর আসামিকে আটক করে থানা-পুলিশ।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, মথুরাপুর ইউপির জগৎনগর কলকুঠি গ্রামের নজিবর রহমানের ছেলে আব্দুল করিম (৩৬) ২৯ মে সকাল আনুমানিক ৭টায় ওই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আব্দুল করিম পালিয়ে যায়। এর বিচার চেয়ে ওই দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর কাছে যায় ভুক্তভোগী ও তাঁর পরিবার। ইউপি চেয়ারম্যান তাদের সুষ্ঠু বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিভিন্ন তারিখ দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ করে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগীর পরিবার।
গত বুধবার (৯ জুন) দুই পক্ষকে নিয়ে সালিসে বসেন চেয়ারম্যান। কিন্তু কোনো মীমাংসা না করেই তাঁদের (ভুক্তভোগীর পরিবার) ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে বিচারের আশায় ভুক্তভোগী বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১০ জুন) আব্দুল করিমকে আসামি করে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
এ বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় বিচার করতে পারিনি। তবে বিষয়টি আমি তদন্ত করে দেখে বিচার করে দিতে চেয়েছিলাম। `আপনি কি ধর্ষণচেষ্টার বিচার করতে পারেন' এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার সালিস করার এখতিয়ার কোন ইউপি চেয়ারম্যানের নেই। থানায় অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বদলগাছী (নওগাঁ): নওগাঁ বদলগাছী উপজেলায় ধর্ষণচেষ্টার অভিযোগকারীকে সালিসের মাধ্যমে বিচারের আশ্বাস দেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু। কিন্তু বিভিন্ন তারিখ দিয়ে হয়রানি করেন বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভুক্তভোগীর পরিবার। বিচার না পেয়ে অবশেষে ১০ জুন (বৃহস্পতিবার) থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন ওই ভুক্তভোগী। মামলার পর আসামিকে আটক করে থানা-পুলিশ।
ভুক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, মথুরাপুর ইউপির জগৎনগর কলকুঠি গ্রামের নজিবর রহমানের ছেলে আব্দুল করিম (৩৬) ২৯ মে সকাল আনুমানিক ৭টায় ওই গ্রামের এক গৃহবধূর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে আব্দুল করিম পালিয়ে যায়। এর বিচার চেয়ে ওই দিন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপুর কাছে যায় ভুক্তভোগী ও তাঁর পরিবার। ইউপি চেয়ারম্যান তাদের সুষ্ঠু বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর বিভিন্ন তারিখ দিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ করে বলে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগীর পরিবার।
গত বুধবার (৯ জুন) দুই পক্ষকে নিয়ে সালিসে বসেন চেয়ারম্যান। কিন্তু কোনো মীমাংসা না করেই তাঁদের (ভুক্তভোগীর পরিবার) ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে বিচারের আশায় ভুক্তভোগী বাদী হয়ে আজ বৃহস্পতিবার (১০ জুন) আব্দুল করিমকে আসামি করে বদলগাছী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা করেন।
এ বিষয়ে মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, আমি দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। কিন্তু অভিযোগের সত্যতা না পাওয়ায় বিচার করতে পারিনি। তবে বিষয়টি আমি তদন্ত করে দেখে বিচার করে দিতে চেয়েছিলাম। `আপনি কি ধর্ষণচেষ্টার বিচার করতে পারেন' এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার সালিস করার এখতিয়ার কোন ইউপি চেয়ারম্যানের নেই। থানায় অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১ ঘণ্টা আগে