বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সড়ক দখল করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের তৈরি তোরণ ও ব্যানার আগামী ১৫ মে এর মধ্যে অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেয়র নিজেই।
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকায় রাস্তার দুই পাশে সংসদ সদস্য মমিন মন্ডলের নির্দেশে অবৈধভাবে স্থায়ী লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি ও দুর্ঘটনা আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্যও।
তোরণগুলো স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে আগামী ১৫ মে এর মধ্যে লোহার তোরণ ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এই তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য ইতিপূর্বে মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপি সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। তারপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় সড়ক দখল করে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের তৈরি তোরণ ও ব্যানার আগামী ১৫ মে এর মধ্যে অপসারণে নোটিশ দিয়েছেন মেয়র সাজ্জাদুল হক রেজা। আজ শুক্রবার সকালে নোটিশ পাঠানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মেয়র নিজেই।
গত ৩০ এপ্রিল মেয়রের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের বেলকুচি পৌর এলাকায় রাস্তার দুই পাশে সংসদ সদস্য মমিন মন্ডলের নির্দেশে অবৈধভাবে স্থায়ী লোহার তোরণ ও লম্বা ব্যানার স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ে যানবাহন চলাচলে অসুবিধার পাশাপাশি ও দুর্ঘটনা আশঙ্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে পৌর এলাকার সৌন্দর্যও।
তোরণগুলো স্থাপনের কারণে পৌর বিধির চতুর্থ তফসিলের ১০৮ ধারা লঙ্ঘিত হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। পৌরসভার সৌন্দর্য রক্ষা ও জানমালের ক্ষতি এড়াতে আগামী ১৫ মে এর মধ্যে লোহার তোরণ ও ব্যানারগুলো অপসারণের অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে মেয়র সাজ্জাদুল হক রেজা আজকের পত্রিকাকে বলেন, পৌরসভার সৌন্দর্য রক্ষা এবং জনগণের জানমালের ক্ষতি এড়াতে এই তোরণ ও ব্যানারগুলো অপসারণ করার জন্য ইতিপূর্বে মৌখিকভাবে এমপিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এ বিষয়ে গত ৩০ নভেম্বর পৌরসভার মাসিক সভার আলোকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এমপি সম্মানের কথা ভেবে আমরা নোটিশ ইস্যু না করে সময় দিয়েছি। তারপরও তোরণ ও ব্যানারগুলো অপসারণ না করায় পৌর এলাকার সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে নোটিশ ইস্যু করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে