চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

দুই বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চারঘাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হলে তারা তা করেনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও আব্দুল ওহাবকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়, কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
তা ছাড়া উপজেলা শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোনো কমিটি না থাকায় তাদের কার্যক্রম নেই। দীর্ঘদিন পর গত মাসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবদলের একটি পক্ষ এই কমিটিকে পকেট কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেছে। এ অবস্থায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নেই বললেই চলে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে গোলযোগ হতে পারে। এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘করোনার কারণে কমিটি গঠন কার্যক্রম পিছিয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘কমিটি গঠনের কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

দুই বছরের বেশি সময় ধরে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে চারঘাট উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম। সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।
জানা যায়, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর চারঘাট উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও আব্দুল কুদ্দুসকে আহ্বায়ক এবং হাফিজুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হলে তারা তা করেনি।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও আব্দুল ওহাবকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিন মাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়, কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
তা ছাড়া উপজেলা শ্রমিক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোনো কমিটি না থাকায় তাদের কার্যক্রম নেই। দীর্ঘদিন পর গত মাসে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবদলের একটি পক্ষ এই কমিটিকে পকেট কমিটি দাবি করে সংবাদ সম্মেলন করেছে। এ অবস্থায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নেই বললেই চলে।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নিলে নিজেদের মধ্যে গোলযোগ হতে পারে। এই আশঙ্কায় আহ্বায়ক কমিটির নেতারা পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেননি। ফলে পদ পেতে ইচ্ছুক নেতারা হতাশ হয়ে পড়েছেন। এতে দল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল কুদ্দুস বলেন, ‘করোনার কারণে কমিটি গঠন কার্যক্রম পিছিয়ে পড়েছে। ইউনিয়ন কমিটি ও পৌরসভার কয়েকটি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘কমিটি গঠনের কার্যক্রম চলছে। অল্প সময়ের মধ্যেই কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৪ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৫ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ ঘণ্টা আগে