রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর দেওয়া হলে নগরীর বোয়ালিয়া থানা–পুলিশ ওই কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায়।
গণপিটুনির শিকার কনস্টেবলের নাম মিজানুর রহমান (৩৫)। তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। তবে তিনি বোয়ালিয়া থানা এলাকায় এসে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।
স্থানীয়রা জানান, গত রোববার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয় হাজার টাকা নিয়ে যান কনস্টেবল মিজানুর। সোমবার তিনি আরও ১০ হাজার টাকা নিতে যান। এ সময় স্থানীয়রা তাঁকে ধরে আটকে রাখেন। দেওয়া হয় গণপিটুনিও। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু ওই কনস্টেবলকে নিজের কার্যালয়ে রেখে থানায় খবর দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘ব্যাপারটা খুবই বাজে। আমি এ বিষয়ে ফোনে কিছু বলব না। আপনারা থানায় খোঁজ নেন, তাহলেই জানতে পারবেন।’
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কনস্টেবল মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁকে পুলিশ ফাঁড়িতে না পাঠিয়ে রাতেই পুলিশ লাইনসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।

রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর দেওয়া হলে নগরীর বোয়ালিয়া থানা–পুলিশ ওই কনস্টেবলকে উদ্ধার করে নিয়ে যায়।
গণপিটুনির শিকার কনস্টেবলের নাম মিজানুর রহমান (৩৫)। তিনি রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িতে কর্মরত। তবে তিনি বোয়ালিয়া থানা এলাকায় এসে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছিলেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে।
স্থানীয়রা জানান, গত রোববার হেতেম খাঁ সবজিপাড়া এলাকার এক ছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছয় হাজার টাকা নিয়ে যান কনস্টেবল মিজানুর। সোমবার তিনি আরও ১০ হাজার টাকা নিতে যান। এ সময় স্থানীয়রা তাঁকে ধরে আটকে রাখেন। দেওয়া হয় গণপিটুনিও। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু ওই কনস্টেবলকে নিজের কার্যালয়ে রেখে থানায় খবর দেন। এরপর পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু বলেন, ‘ব্যাপারটা খুবই বাজে। আমি এ বিষয়ে ফোনে কিছু বলব না। আপনারা থানায় খোঁজ নেন, তাহলেই জানতে পারবেন।’
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, কনস্টেবল মিজানুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁকে পুলিশ ফাঁড়িতে না পাঠিয়ে রাতেই পুলিশ লাইনসে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে।

টঙ্গী সম্মিলিত ইসলামী ব্যাংকের (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক) গ্রাহকেরা আমানত ফেরত না পেয়ে ব্যাংক কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২৪ মিনিট আগে
পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রামসংলগ্ন একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
৪৩ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
১ ঘণ্টা আগে