শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।
এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’
গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার শিবগঞ্জে ভাবিকে মারধরের অভিযোগে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী আব্দুল করিম রঞ্জু মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আমঝুপি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলীর বড় ছেলে মজনু মিয়ার (৪০) সঙ্গে ছোট ছেলে আব্দুল করিম রঞ্জু মিয়ার কলহ চলছে। ৫ জুন বিকেল সাড়ে ৫টার দিকে রঞ্জু মিয়া লোকজন নিয়ে বড় ভাই মজনু মিয়ার বউকে মারধর করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ওই দিনই থানায় লিখিত অভিযোগ করেন মজনু মিয়া।
এ ব্যাপারে মজনু মিয়ার স্ত্রী লাভলি বেগম (৩৪) সাংবাদিকদের বলেন, ‘রঞ্জু আমার পরনের জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। ধর্ষণের চেষ্টা করেছে। আমাকে মারপিট করেছে।’
গ্রেপ্তার রঞ্জু মিয়ার স্ত্রী নুসরাত জাহান বলেন, ‘আমার স্বামী ছাত্রলীগের কর্মী ছিল। সরকার পরিবর্তনের আগে নেতাদের সঙ্গে সারা দিন ঘোরাঘুরি করত। মাঝে মাঝেই আমাকে যৌতুকের জন্য নির্যাতন করে মেরে ফেলার হুমকি দেয়। দেড় মাস আগে আমাকে মারধর করে ঘরে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে আমাকে নিয়ে আসে। আমি এখন বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। নিজের দুই বছর বয়সী মেয়ের খোঁজ পর্যন্ত নেয় না। আপন ভাবিকেও সে ছাড়েনি। মারপিট করে হাসপাতালে পাঠাইছে।’
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান শাহীন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ায় নিজ বাড়িতে দাদিশাশুড়ি ও তাঁর নাতবউকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বগুড়া পৌর এলাকার ইসলামপুর (হরিগাড়ি) পশ্চিম পাড়ায় এই খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮০) এবং তাঁর নাতি পারভেজ ইসলামের
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া চৌধুরী রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সিরাজদিখান উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কথিত মাদক কারবারির গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঘড়া বাজারসংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিল
২ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ীতে হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারসহ ১০ জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বিকেলে এক আহত শিক্ষার্থীর বাবার করা মামলায় আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩ ঘণ্টা আগে