বেড়া (পাবনা) প্রতিনিধি

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নিয়ে পাবনার বেড়া উপজেলার ৪ নম্বর চাকলা ইউনিয়নে নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে ওই ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহম্মদ (৩০) ও সিমান্ত (২৫) নামের দুই নৌকাসমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে বেড়া থানার পুলিশ।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরদারকে দায়ী করছেন। অন্যদিকে ইদ্রিস আলী সরদার অভিযোগ অস্বীকার করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেন চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে চাকলা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দুবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নবঞ্চিত হয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। গত সপ্তাহে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় পত্রে এই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই দিনই রাতে ৬ নম্বর ওয়ার্ডের পাচুরিয়া গ্রামে নৌকা প্রতীকের কার্যালয়ে একদল দুষ্কৃতকারী রাতের অন্ধকারে আগুন দেয়। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে অভিযোগ দেওয়া হয়।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ফারুক হোসেন বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে পাচুরিয়া বাজারসংলগ্ন দাখিল মাদ্রাসা এলাকার নির্বাচনী অফিসে সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। সভা শুরুর পূর্বমুহূর্তে চারটি মোটরসাইকেলে করে একদল মুখোশধারী তাঁর সভায় ককটেল হামলা চালায়। তারা সেখানে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার দুই সমর্থক আহত হন।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা ইদ্রিস আলী সরদার বলেন, ‘শান্তিপূর্ণ একটি নির্বাচনকে মাঠ দখলের নির্বাচনের দিকে এগিয়ে নিতে চেয়ারম্যান ফারুক ষড়যন্ত্রের জাল বিছিয়ে নানা ঘটনা ঘটিয়ে চলেছেন। ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন।’
বেড়া থানার ওসি অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। সেখান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন নিয়ে পাবনার বেড়া উপজেলার ৪ নম্বর চাকলা ইউনিয়নে নির্বাচনী অফিসে ককটেল হামলার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে ওই ইউনিয়নের পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহম্মদ (৩০) ও সিমান্ত (২৫) নামের দুই নৌকাসমর্থক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করছে বেড়া থানার পুলিশ।
এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরদারকে দায়ী করছেন। অন্যদিকে ইদ্রিস আলী সরদার অভিযোগ অস্বীকার করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেন চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের নির্বাচনে চাকলা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দুবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ফারুক হোসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়নবঞ্চিত হয়ে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরদার ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন আহম্মেদ বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। গত সপ্তাহে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দলীয় পত্রে এই দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই দিনই রাতে ৬ নম্বর ওয়ার্ডের পাচুরিয়া গ্রামে নৌকা প্রতীকের কার্যালয়ে একদল দুষ্কৃতকারী রাতের অন্ধকারে আগুন দেয়। এ ঘটনায় পরস্পরকে দোষারোপ করে অভিযোগ দেওয়া হয়।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ফারুক হোসেন বলেন, ‘গতকাল রাত ৯টার দিকে পাচুরিয়া বাজারসংলগ্ন দাখিল মাদ্রাসা এলাকার নির্বাচনী অফিসে সভা করার প্রস্তুতি নিচ্ছিলাম। সভা শুরুর পূর্বমুহূর্তে চারটি মোটরসাইকেলে করে একদল মুখোশধারী তাঁর সভায় ককটেল হামলা চালায়। তারা সেখানে পরপর চারটি ককটেল নিক্ষেপ করে। এতে একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার দুই সমর্থক আহত হন।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা ইদ্রিস আলী সরদার বলেন, ‘শান্তিপূর্ণ একটি নির্বাচনকে মাঠ দখলের নির্বাচনের দিকে এগিয়ে নিতে চেয়ারম্যান ফারুক ষড়যন্ত্রের জাল বিছিয়ে নানা ঘটনা ঘটিয়ে চলেছেন। ইউনিয়নবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন।’
বেড়া থানার ওসি অরবিন্দ সরকার বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে। সেখান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৩ ঘণ্টা আগে