রাবি প্রতিনিধি

৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:

৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
৪২ মিনিট আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আদালতের আদেশে স্থগিত হওয়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানিয়েছে তারা।
১ ঘণ্টা আগে