রাবি প্রতিনিধি

৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:

৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের সহায়তায় বাসভবনে ফিরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আজ রোববার দুপুর ২টার দিকে সিনেট ভবনের সামনে থেকে প্যারিস রোড হয়ে বাস ভবনে ফেরেন তিনি। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের ওপর পুলিশের রাবার বুলেট ছোড়ার প্রতিবাদ জানাতে আজ রোববার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তাঁরা। এসময় প্রশাসন ভবনে অবস্থানরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে এসে জড়ো হন। এসময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসলে তোপের মুখে পড়েন।
একপর্যায়ে আলোচনায় বসতে রাজি হন শিক্ষার্থীরা। তবে তাঁরা ঘটনাস্থল বিনোদপুরে আলোচনায় বসতে চান। কিন্তু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে উপাচার্য সাবাস বাংলাদেশ মাঠে গেলে শিক্ষার্থীরা তাঁকে গালিগালাজ করেন। তখন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের পাশে উপাচার্যকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহায়তায় নিরাপদে নিজ বাসভবনে ফেরেন উপাচার্য। এর কিছুক্ষণের মধ্যেই আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা লক্ষ করছি যে, এই ঘটনাকে পুঁজি করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাদের নির্দিষ্ট কোনো দাবি ছিলো না। তাঁরা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে প্রতিহত করেছি। পাশাপাশি উপাচার্য স্যারকে নিরাপদে তাঁর বাসভবনে পৌঁছে দিয়েছি।’
আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে