চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী সদর উপজেলার বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন আম বাগান মাঠে এই প্রতিযোগিতা হয়। বালিয়াডাঙ্গা শান্তি মিশন এই প্রতিযোগিতার আয়োজন করে।
এতে চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও বগুড়া, নওগাঁ, পাবনা জেলার ৫০টি ঘোড়া অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়ার আকার অনুযায়ী প্রতিযোগীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়। দিনব্যাপী চলা প্রতিযোগিতায় সকাল থেকেই অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। পরে বিকেলে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল।
প্রতিযোগিতায় বি গ্রুপে প্রথম হয়েছেন চাপড়ার ফারুক, দ্বিতীয় হয়েছেন নওগাঁর তানোরের নাদিম, তৃতীয় হয়েছেন সাহাপুরের এনামুল। সি গ্রুপে প্রথম হয়েছেন বরিয়ার বাচ্চু, দ্বিতীয় হয়েছেন রাজশাহীর মোহনপুরের আনারুল এবং তৃতীয় হয়েছেন নওগাঁর সাপাহারের মারুফ। এ গ্রুপে প্রথম হয়েছেন মহাব্বতপুরের আলী, দ্বিতীয় হয়েছেন চাপড়ার জলিল ও তৃতীয় হয়েছেন বরিয়ার মাহবুব।
প্রতিযোগিতায় বড় ঘোড়া নিয়ে গঠিত এ গ্রুপের প্রথম দলকে পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় দলকে ডাবল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দলকে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা দেওয়া হয়েছে। মাঝারি আকারের ঘোড়া নিয়ে গঠিত বি গ্রুপের প্রথম দল পেয়েছে ডাবল বার্নারের গ্যাসের চুলা, দ্বিতীয় দল পেয়েছে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দল পেয়েছে ইলেকট্রিক কেটলি। ছোট ঘোড়া নিয়ে গঠিত সি গ্রুপের প্রথম দলকে একটি মোবাইল ফোন, দ্বিতীয় দলকে সিঙ্গেল বার্নারের গ্যাসের চুলা ও তৃতীয় দলকে ইলেকট্রিক কেটলি দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকবিরুল আলম আজম, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী, মাইনুল হক ডলার, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ মীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
১১ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
১৩ মিনিট আগে