শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ওরফে ড্যানিকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
গতকাল সোমবার দুপুরে ড্যানি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর মোছাদ্দেক হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শাজাহানপুর উপজেলার নগর রাজারামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ। ওই ঘটনায় ৩০ ডিসেম্বর নিহত ব্যক্তির ছোট ভাই মনিরুজ্জামান লিমন বাদী হয়ে শাজাহানপুর থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় এজাহারভুক্ত আসামি শেরপুর উপজেলা ছাত্রলীগের শেরপুর উপজেলা কমিটির সভাপতি হমায়ুন কবির ড্যানি। এই মামলায় তিনি জামিনে মুক্ত ছিলেন। সম্প্রতি আদালতে চার্জশিট জামা দেওয়ার পর সোমবার তিনি আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো সঠিক তথ্য নেই। তবে যেহেতু এটা আদালতের বিচারিক বিষয়, আমি কোনো মন্তব্য করতে চাই না।’
উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ এক কর্ম সভায় গালিব সরকারকে শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মো. হুমায়ুন কবির ওরফে ড্যানিকে সাধারণ সম্পাদক করে এক কমিটি ঘোষণা করা হয়। তখন অভিযোগ উঠেছিল ওই কমিটির সাধারণ সম্পাদক একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি।
আর সভাপতি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে হওয়া মামলার আসামি। এ কারণে ছাত্রলীগের একটি অংশ কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর একই বছর ২৬ জুন হুমায়ুন কবির ড্যানিকে সভাপতি ও সাদায়েত জামান নিহালকে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বগুড়ার শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির ওরফে ড্যানিকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত। একজন সিএনজিচালিত অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগপত্রভুক্ত আসামি তিনি।
গতকাল সোমবার দুপুরে ড্যানি বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর মোছাদ্দেক হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর শাজাহানপুর উপজেলার নগর রাজারামপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আলমগীর হোসেন নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ। ওই ঘটনায় ৩০ ডিসেম্বর নিহত ব্যক্তির ছোট ভাই মনিরুজ্জামান লিমন বাদী হয়ে শাজাহানপুর থানায় ২০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় এজাহারভুক্ত আসামি শেরপুর উপজেলা ছাত্রলীগের শেরপুর উপজেলা কমিটির সভাপতি হমায়ুন কবির ড্যানি। এই মামলায় তিনি জামিনে মুক্ত ছিলেন। সম্প্রতি আদালতে চার্জশিট জামা দেওয়ার পর সোমবার তিনি আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো সঠিক তথ্য নেই। তবে যেহেতু এটা আদালতের বিচারিক বিষয়, আমি কোনো মন্তব্য করতে চাই না।’
উল্লেখ্য, গত বছরের ২৩ মার্চ এক কর্ম সভায় গালিব সরকারকে শেরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং মো. হুমায়ুন কবির ওরফে ড্যানিকে সাধারণ সম্পাদক করে এক কমিটি ঘোষণা করা হয়। তখন অভিযোগ উঠেছিল ওই কমিটির সাধারণ সম্পাদক একটি হত্যা মামলার অভিযুক্ত আসামি।
আর সভাপতি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে হওয়া মামলার আসামি। এ কারণে ছাত্রলীগের একটি অংশ কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরপর একই বছর ২৬ জুন হুমায়ুন কবির ড্যানিকে সভাপতি ও সাদায়েত জামান নিহালকে সাধারণ সম্পাদক করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে