রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ধীর গতির জন্য প্রায় সমালোচিত হয় প্রশাসন। একাধিক রাউটার বসিয়েও মিলছে না সুফল। এ অবস্থায় আবাসিক হল ও অন্যান্য ভবনে ইন্টারনেটের ধীর গতির সমস্যা সমাধানে ওয়াইফাইয়ের বিকল্প হিসেবে ল্যান সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ১৮টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৭ টি।
সরেজমিনে ছাত্রদের আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া অন্যান্য হলে প্রতি ফ্লোরে মাত্র ২টি করে রাউটার বসিয়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এতে দুই সিট বা এক সিট বিশিষ্ট কক্ষগুলোতে কিছুটা ধীর গতিতে ইন্টারনেট চলছে। কিন্তু চারজনের কক্ষে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু হলের প্রতিটি কক্ষের সামনে রাউটার বসানো হলেও আশানুরূপ গতি পাচ্ছেন না শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে আইসিটি সেন্টার বলছে, অল্প দূরত্বে অতিরিক্ত রাউটার স্থাপন করা হলে সিগন্যালগুলো ক্রস করে। এতে ইন্টারনেটের গতি কমে আসে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াইফাইয়ের পরিবর্তে ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) সংযোগ পদ্ধতিতে ইন্টারনেট সরবরাহ করা হবে। এরই মধ্যে বেসরকারি ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান ‘বিডিরেনের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কটি হল ও প্রশাসনিক ভবনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সপ্তাহ খানিক আগেই তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমরা এ মাসের ১৫-১৬ তারিখের দিকে প্রস্তাবটি পাব। এর পরপরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
অধ্যাপক বাবুল ইসলাম আরও বলেন, যদিও এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইন্টারনেটের গতি নিয়ে যে অভিযোগ রয়েছে তা আর থাকবে না। কারণ নতুন ব্যবস্থায় আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষেই ল্যান সংযোগ পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেওয়া হবে সংযোগ। আর প্রতিটি কক্ষেই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যান সংযোগ দেওয়া হবে। কেউ চাইলে সেখান থেকে রাউটারের মাধ্যমে মোবাইলে সংযোগ নিতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইন্টারনেটের ধীর গতির জন্য প্রায় সমালোচিত হয় প্রশাসন। একাধিক রাউটার বসিয়েও মিলছে না সুফল। এ অবস্থায় আবাসিক হল ও অন্যান্য ভবনে ইন্টারনেটের ধীর গতির সমস্যা সমাধানে ওয়াইফাইয়ের বিকল্প হিসেবে ল্যান সংযোগ দেওয়ার পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য ১৮টি আবাসিক হল রয়েছে। এর মধ্যে ছেলেদের ১১টি ও মেয়েদের ৭ টি।
সরেজমিনে ছাত্রদের আবাসিক হলগুলো ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাড়া অন্যান্য হলে প্রতি ফ্লোরে মাত্র ২টি করে রাউটার বসিয়ে ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। এতে দুই সিট বা এক সিট বিশিষ্ট কক্ষগুলোতে কিছুটা ধীর গতিতে ইন্টারনেট চলছে। কিন্তু চারজনের কক্ষে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
বঙ্গবন্ধু হলের প্রতিটি কক্ষের সামনে রাউটার বসানো হলেও আশানুরূপ গতি পাচ্ছেন না শিক্ষার্থীরা। এর কারণ হিসেবে আইসিটি সেন্টার বলছে, অল্প দূরত্বে অতিরিক্ত রাউটার স্থাপন করা হলে সিগন্যালগুলো ক্রস করে। এতে ইন্টারনেটের গতি কমে আসে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়াইফাইয়ের পরিবর্তে ল্যান (লোকাল এরিয়া নেটওয়ার্ক) সংযোগ পদ্ধতিতে ইন্টারনেট সরবরাহ করা হবে। এরই মধ্যে বেসরকারি ইন্টারনেট সরবরাহ প্রতিষ্ঠান ‘বিডিরেনের’ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কটি হল ও প্রশাসনিক ভবনে সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। সপ্তাহ খানিক আগেই তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, আমরা এ মাসের ১৫-১৬ তারিখের দিকে প্রস্তাবটি পাব। এর পরপরই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।
অধ্যাপক বাবুল ইসলাম আরও বলেন, যদিও এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তবে এটি বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ইন্টারনেটের গতি নিয়ে যে অভিযোগ রয়েছে তা আর থাকবে না। কারণ নতুন ব্যবস্থায় আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতি কক্ষেই ল্যান সংযোগ পৌঁছে দেওয়া হবে। সেখান থেকে তার দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে দেওয়া হবে সংযোগ। আর প্রতিটি কক্ষেই প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ল্যান সংযোগ দেওয়া হবে। কেউ চাইলে সেখান থেকে রাউটারের মাধ্যমে মোবাইলে সংযোগ নিতে পারবেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
২১ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে