Ajker Patrika

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর খটখটিপাড়ায় আজ শুক্রবার অবৈধভাবে বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা
পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর খটখটিপাড়ায় আজ শুক্রবার অবৈধভাবে বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান। ছবি: আজকের পত্রিকা

পাবনায় অবৈধভাবে বালু তোলার অপরাধে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বেলা ২টার দিকে পাবনা সদর উপজেলার চরআশুতোষপুর খটখটিপাড়ায় অভিযান চালানো হয়।

বালু লুটের অভিযোগের প্রমাণ পাওয়ায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিনজনকে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার ভাঁড়ারা গ্রামের আব্দুল্লাহ (৩০), একই এলাকার আরিফুল ইসলাম (৩০) ও ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকার রিংকু (২৮)। তাঁদের মধ্যে আব্দুল্লাহ ও আরিফুল বালু তোলার কাজে ব্যবহৃত খননযন্ত্রের (এক্সকাভেটর) চালক এবং রিংকু বালু বহনকারী গাড়ির চালক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় অবৈধভাবে বালু তুলছে বলে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু তোলা রোধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত