প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে পান ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৪৮) নিখোঁজের ২৩ দিন পর ঢাকার আশুলিয়া থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার দুই মামাতো ভাই ও ভাতিজি জামাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মোফাজ্জল হোসেন উপজেলার পার লক্ষ্মীপুর চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ১৯ আগস্ট থেকে নিখোঁজ হয়েছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মোফাজ্জলের ভাতিজি জামাই ও শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার গ্রামের ফজলার রহমানের ছেলে রুবেল (৩০), ইসাহাকের ছেলে মিলন (৪৫) ও মৃত অমির উদ্দিনের ছেলে সামাদ (৫০)। মিলন ও সামাদ নিহত তোফাজ্জল হোসেনের মামাতো ভাই।
নিহতের স্ত্রী রাশেদা বেগম আজকের পত্রিকাকে জানান, বেশ কয়েক মাস হলো ভাতিজি জামাই রুবেল জ্বীনের বাদশার কথা বলে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে তার স্বামীর কাছ থেকে ৪ লাখ টাকা নেয়। গত ১৯ আগস্ট সকাল ৮টায় পান কেনার কথা বলে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। রাত ৯টায় তাকে ফোন করা হলে তিনি উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আছেন বলে জানান। তারপর থেকে তাঁর স্বামীর ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে গত ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় জিডি করেন তিনি।
এদিকে নিখোঁজ হওয়ার পর রুবেলও লাপাত্তা হয়ে যায়। এক পর্যায় গ্রামের লোকজন রুবেলকে গত ৯ সেপ্টেম্বর লালমনিরহাট থেকে ধরে গ্রামে নিয়ে আসেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে রুবেল স্বীকার করেন যে তারা তিনজন মিলে মোফাজ্জল হোসেনকে মোকামতলা থেকে অপহরণ করে ঢাকার আশুলিয়ায় নিয়ে যায়। সেখানে আশুলিয়া মরাগাং নামক কাঁশবনে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর শিবগঞ্জ থানা-পুলিশ আশুলিয়া থানা-পুলিশের সহযোগিতায় কাশবন থেকে নিখোঁজ মোফাজ্জল হোসেনের গলিত মরদেহ উদ্ধার করে।
স্ত্রী রাশেদা আরও জানান, রুবেল আমার স্বামীকে জ্বীনের বাদশার টাকা দেওয়ার কথা বলে ঢাকায় ডেকে নিয়ে হত্যা করেছে। বহু কষ্টে ধার দেনা করে আমরা টাকা জোগাড় করে তাকে দিয়েছিলাম।
শনিবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মরদেহ উদ্ধার ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ার শিবগঞ্জে পান ব্যবসায়ী মোফাজ্জল হোসেন (৪৮) নিখোঁজের ২৩ দিন পর ঢাকার আশুলিয়া থেকে তাঁর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার দুই মামাতো ভাই ও ভাতিজি জামাইকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মোফাজ্জল হোসেন উপজেলার পার লক্ষ্মীপুর চাঁদপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত ১৯ আগস্ট থেকে নিখোঁজ হয়েছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিহত মোফাজ্জলের ভাতিজি জামাই ও শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার গ্রামের ফজলার রহমানের ছেলে রুবেল (৩০), ইসাহাকের ছেলে মিলন (৪৫) ও মৃত অমির উদ্দিনের ছেলে সামাদ (৫০)। মিলন ও সামাদ নিহত তোফাজ্জল হোসেনের মামাতো ভাই।
নিহতের স্ত্রী রাশেদা বেগম আজকের পত্রিকাকে জানান, বেশ কয়েক মাস হলো ভাতিজি জামাই রুবেল জ্বীনের বাদশার কথা বলে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে তার স্বামীর কাছ থেকে ৪ লাখ টাকা নেয়। গত ১৯ আগস্ট সকাল ৮টায় পান কেনার কথা বলে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। রাত ৯টায় তাকে ফোন করা হলে তিনি উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আছেন বলে জানান। তারপর থেকে তাঁর স্বামীর ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে গত ২৩ আগস্ট শিবগঞ্জ থানায় জিডি করেন তিনি।
এদিকে নিখোঁজ হওয়ার পর রুবেলও লাপাত্তা হয়ে যায়। এক পর্যায় গ্রামের লোকজন রুবেলকে গত ৯ সেপ্টেম্বর লালমনিরহাট থেকে ধরে গ্রামে নিয়ে আসেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে রুবেল স্বীকার করেন যে তারা তিনজন মিলে মোফাজ্জল হোসেনকে মোকামতলা থেকে অপহরণ করে ঢাকার আশুলিয়ায় নিয়ে যায়। সেখানে আশুলিয়া মরাগাং নামক কাঁশবনে গলা কেটে হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ১০ সেপ্টেম্বর শিবগঞ্জ থানা-পুলিশ আশুলিয়া থানা-পুলিশের সহযোগিতায় কাশবন থেকে নিখোঁজ মোফাজ্জল হোসেনের গলিত মরদেহ উদ্ধার করে।
স্ত্রী রাশেদা আরও জানান, রুবেল আমার স্বামীকে জ্বীনের বাদশার টাকা দেওয়ার কথা বলে ঢাকায় ডেকে নিয়ে হত্যা করেছে। বহু কষ্টে ধার দেনা করে আমরা টাকা জোগাড় করে তাকে দিয়েছিলাম।
শনিবার দুপুরে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম মরদেহ উদ্ধার ও তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩২ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে