প্রতিনিধি, রাজশাহী

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর আটজন, পাবনার তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও পাবনার দুজন করে এবং নাটোরের একজন মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর মারা যাওয়া আরেক রোগীর করোনা নেগেটিভ থাকলেও তিনি শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন।
অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৯ জন। উপসর্গ নিয়ে আছেন ৮৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৯ জন রোগী। হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩২৫ জন।
এর মধ্যে রাজশাহীর ১৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন, নাটোরের ৫২ জন, নওগাঁর ৩১ জন, পাবনার ৪৬ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার তিনজন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। বৃহস্পতিবার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৫ দশমিক ১৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনেই এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর আটজন, পাবনার তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন। এর মধ্যে রাজশাহী ও পাবনার দুজন করে এবং নাটোরের একজন মিলে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর মারা যাওয়া আরেক রোগীর করোনা নেগেটিভ থাকলেও তিনি শারীরিক নানা জটিলতায় করোনা ইউনিটে ছিলেন।
অন্য সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ, ৪১-৫০ বছরের মধ্যে একজন নারী, ৫১-৬০ বছরের মধ্যে দুজন করে নারী ও পুরুষ এবং ষাটোর্ধ্ব চারজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর আগে জুলাই মাসে ৫৩১ এবং জুনে ৪০৫ জন মারা গেছেন।
আজ শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৪ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৯ জন। উপসর্গ নিয়ে আছেন ৮৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৫৯ জন রোগী। হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগীর সংখ্যা ৩২৫ জন।
এর মধ্যে রাজশাহীর ১৪৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জন, নাটোরের ৫২ জন, নওগাঁর ৩১ জন, পাবনার ৪৬ জন, কুষ্টিয়ার সাতজন, চুয়াডাঙ্গার তিনজন এবং জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া ও মেহেরপুরের একজন করে রোগী ছিলেন। বৃহস্পতিবার দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৫ দশমিক ১৫ শতাংশ।

চট্টগ্রামমুখী লেনে চলন্ত এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
১ মিনিট আগে
বাদীর অভিযোগ, ওই বক্তব্যের মাধ্যমে মরহুম আরাফাত রহমান কোকো, তাঁর পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতা-কর্মী ও সমর্থকদের চরমভাবে মানহানি করা হয়েছে। এতে সামাজিকভাবে অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও নালিশে উল্লেখ করা হয়।
৬ মিনিট আগে
এবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে...
৩০ মিনিট আগে
খুব সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময়সহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মিলিয়ে শতাধিক সদস্য আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়। খুব কম সময়ের মধ্যে আদালতে মামলার কার্যক্রম শেষ করা হয়।
১ ঘণ্টা আগে