বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে