বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহীর বাঘায় টাকা চুরির অপরাধে জুবাইর হোসেন (১১) নামের এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে ছাত্রকে পিটিয়ে আহত করা হয় তাকে। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে ওই ঘটনায় ছাত্রের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
মাদ্রাসা সূত্রে জানা যায়, উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের মক্তব শ্রেণির ছাত্র জুবাইর হোসেন। গত বছরের এ মাদ্রাসায় ভর্তি করা হয় তাকে। এর মধ্যে মঙ্গলবার মাদ্রাসার টাকা চুরি হয়। এ ঘটনায় সন্দেহ করে তল্লাশি করা হলে ওই ছাত্রের কাছ থেকে ২২০ টাকা পাওয়া যায়। এ সময় মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আটকে রাখে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে বুধবার দুপুরে মাদ্রাসা থেকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বুধবার বিকেলে মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলারকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ করেন ছাত্রের বাবা জিল্লুর রহমান।
এ বিষয়ে ছাত্রের বাবা জিল্লুর রহমান বলেন, ‘আমার ছেলে মনিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় মাদ্রাসায় ভর্তি করি। একজন সৎ ও সহজ সরল ছেলে সে। তাকে কোনো কারণ ছাড়াই চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখে মাদ্রাসার শিক্ষক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। আমি ছেলেকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে আটকে রাখা মাদ্রাসার শিক্ষকের বিচার দাবি করছি।’
এ বিষয়ে তুলসিপুর (সোদপুর) গ্রামে আল কারীম হিফ্জুল কুরআন মাদ্রাসা ও ইসলামি কিন্ডারগার্টেনের পরিচালক ও শিক্ষক মেজবা ওয়াদুদ শাহরিয়ার ডলার বলেন, মাদ্রাসার পাশে সেন্টুর মুদি দোকানে এর আগে চুরি হয়। এতে সন্দেহ করা হয় জুবাইর হোসেনকে। এ ছাড়া মাদ্রাসার ছাত্রদের মাঝে মধ্যে টাকা চুরি হয়। বিষয়টি নিয়ে ছাত্র জুবাইর হোসেনকে সন্দেহ করে তাকে তল্লাশি করা হলে ২২০ টাকা পাওয়া যায়। তারপর শাসন করা হয়েছে তাকে।
এ বিষয়ে বাঘা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে