প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খলিল উদ্দীন ও তাঁর ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল মোল্লার দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৬৫) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। জমির এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে দুই ভাই তাঁদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয়ের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই মতিউর রহমান এবং তাঁর একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তাঁর পাঁচ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তাঁর ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে বড় ভাই খলিল উদ্দীন ও তাঁর ছেলেদের হামলায় ছোট ভাই মতিউর রহমান খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইনসান আলী ও বড় ভাই খলিল উদ্দীন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ভাটপাড়া এলাকার মৃত জলিল মোল্লার দুই ছেলে মতিউর রহমান (৬২) এবং তার বড়ভাই খলিল উদ্দীন (৬৫) মধ্যে ৩০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে মামলাও প্রক্রিয়াধীন আছে। জমির এই বিবাদের জের ধরে শুক্রবার সকাল ৮টার দিকে দুই ভাই তাঁদের ছেলেদের নিয়ে জমিতে আসে। উভয়ের মধ্যে প্রথমে তর্কবিতর্ক পরে সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে ছোট ভাই মতিউর রহমান এবং তাঁর একমাত্র ছেলে ইনসান আলীকে বড় ভাই খলিল ও তাঁর পাঁচ ছেলে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন মতিউর ও তাঁর ছেলে ইনসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, খলিল উদ্দীন ও মতিউর রহমান দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। আদালতেও মামলা চলমান আছে। এরপরও শুক্রবার সকালে দুই ভাই নতুন করে সংঘর্ষে জড়িয়ে মতিউর রহমান মারা গেছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে সংঘর্ষে হাসুয়ার আঘাতে মতিউর রহমান নামে একজন নিহত হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে