নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বৃষ্টির পানির কারণে যাত্রা শুরুর পর জটিলতায় পড়ে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেন। বারবার চাকা স্লিপ করার কারণে পথে থেমে থেমে চলেছে ট্রেনটি। আজ মঙ্গলবার সকালে রাজশাহী থেকে যাত্রা শুরুর পরই এমন পরিস্থিতিতে পড়ে ট্রেনটি।
আজ সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। সকাল ৭টার দিকে রাজশাহীর বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যেতে বাধ্য হয়। এ কারণে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী স্টেশন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। একবার চলার পর আবারও থেমে যায়। পরে কিছু সময় পর ট্রেনটি আবারও চলতে শুরু করে। এরপর হরিয়ান স্টেশনে পৌঁছালে সেখানে আরও একবার থেমে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর সেটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর মধুমতি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।
মধুমতি এক্সপ্রেসের এক যাত্রী সুমন আহমেদ বলেন, ‘স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুটা চলার পর আবারও থামে। পরে আবার যাত্রা শুরু করে।’
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ‘বৃষ্টির কারণে লাইনের ওপর পানি ছিল। এতে চাকা ভিজে গিয়ে হুইল স্লিপ করছিল। ফলে থেমে থেমে ট্রেন চলছিল।’ তিনি বলেন, ‘হরিয়ান স্টেশনের কর্মীরা ইঞ্জিনের বগিটির চাকার নিচে বালু দিয়ে সমস্যার সমাধান করেন। এই সমস্যার কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়ে যায়। তবে তার পরে সিল্কসিটি এক্সপ্রেস যথাসময়েই রাজশাহী থেকে ছেড়ে গেছে।’

বৃষ্টির পানির কারণে যাত্রা শুরুর পর জটিলতায় পড়ে রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেন। বারবার চাকা স্লিপ করার কারণে পথে থেমে থেমে চলেছে ট্রেনটি। আজ মঙ্গলবার সকালে রাজশাহী থেকে যাত্রা শুরুর পরই এমন পরিস্থিতিতে পড়ে ট্রেনটি।
আজ সকাল ৬টা ৪০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। সকাল ৭টার দিকে রাজশাহীর বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যেতে বাধ্য হয়। এ কারণে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটিও রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী স্টেশন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটি। একবার চলার পর আবারও থেমে যায়। পরে কিছু সময় পর ট্রেনটি আবারও চলতে শুরু করে। এরপর হরিয়ান স্টেশনে পৌঁছালে সেখানে আরও একবার থেমে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর সেটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে।
এ সময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর মধুমতি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।
মধুমতি এক্সপ্রেসের এক যাত্রী সুমন আহমেদ বলেন, ‘স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুটা চলার পর আবারও থামে। পরে আবার যাত্রা শুরু করে।’
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ‘বৃষ্টির কারণে লাইনের ওপর পানি ছিল। এতে চাকা ভিজে গিয়ে হুইল স্লিপ করছিল। ফলে থেমে থেমে ট্রেন চলছিল।’ তিনি বলেন, ‘হরিয়ান স্টেশনের কর্মীরা ইঞ্জিনের বগিটির চাকার নিচে বালু দিয়ে সমস্যার সমাধান করেন। এই সমস্যার কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়ে যায়। তবে তার পরে সিল্কসিটি এক্সপ্রেস যথাসময়েই রাজশাহী থেকে ছেড়ে গেছে।’

রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় এক ছাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আহত ওই ছাত্রী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিকস ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
১ ঘণ্টা আগে