Ajker Patrika

বগুড়ায় ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭: ২০
বগুড়ায় ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা তাহের গ্রেপ্তার

নাশকতার মামলায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও জামায়াত নেতা এবং তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে তাঁদের আটক করা হয়। পরে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। 

গ্রেপ্তার নূর মোহাম্মদ আবু তাহের (৩২) দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের ছাত্রবিষয়ক সম্পাদক। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

নূর মোহাম্মদের স্ত্রী মোহতাদিয়া শামীমা জানান, দুপচাঁচিয়ায় তাঁর নিজের প্রতিষ্ঠান ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে বাসায় ফেরার পথে থানা ও গোয়েন্দা পুলিশ নূর মোহাম্মদ এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালাক আব্দুর রাহিম (১৯) এবং সহযোগী রমজান আলীকে (৩৬) আটক করে। পরে সেখান থেকে তাঁদের ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর নূর মোহাম্মদকে গোয়েন্দা পুলিশ বগুড়ায় তাদের কার্যালয়ে নিয়ে যায়। তাঁর অপর দুই সহযোগীকে দুপচাঁচিয়া থানায় নিয়ে যাওয়া হয়। 

তবে দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলছেন, রাতে নূর মোহাম্মদ ও তাঁর দুই সহযোগী গুনাহার ইউনিয়নের সাহেববাড়িতে নাশকতার উদ্দেশ্যে সড়কে অবস্থান করছিলেন। এই সংবাদ পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের আটক করে। 

পরে তাঁদের হেফাজত থেকে দুটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ ও তাঁর দুই সহযোগীর নামে পুলিশ বাদী হয়ে রাতেই দুপচাঁচিয়া থানায় নাশকতার মামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত