প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী বিভাগে রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক মাসে ২৯টি মামলা দায়ের করেছে। গত এক মাসে রাজশাহী বিভাগজুড়ে অভিযান চালিয়ে মামলাগুলো দায়ের করা হয়। এ সময় তিন লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ বুধবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯টি মামলার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের হয়েছে ১৮ টি। বাকি ১১টি মামলা করা হয়েছে নিয়মিত আদালতে। ভ্রাম্যমাণ আদালতের মামলাগুলোতে জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১১টি মামলায় এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। এসব জেলায় ছয়টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় মান সনদ না থাকা ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান চালানো হয়। এতে সাতটি মামলায় ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব জেলায় ১৪টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে সাতটি নিয়মিত মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক।

রাজশাহী: রাজশাহী বিভাগে রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক মাসে ২৯টি মামলা দায়ের করেছে। গত এক মাসে রাজশাহী বিভাগজুড়ে অভিযান চালিয়ে মামলাগুলো দায়ের করা হয়। এ সময় তিন লাখ ৭৮ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আজ বুধবার রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২৯টি মামলার মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ের হয়েছে ১৮ টি। বাকি ১১টি মামলা করা হয়েছে নিয়মিত আদালতে। ভ্রাম্যমাণ আদালতের মামলাগুলোতে জরিমানা আদায় করা হয়েছে।
এর মধ্যে রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি ভ্রাম্যমাণ আদালতে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর আওতায় ১১টি মামলায় এক লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়েছে। এসব জেলায় ছয়টি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই আইন-২০১৮ এর আওতায় মান সনদ না থাকা ও অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ১০টি অভিযান চালানো হয়। এতে সাতটি মামলায় ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসব জেলায় ১৪টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে সাতটি নিয়মিত মামলা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী বিএসটিআইয়ের পরিচালক।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে