নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও নওগাঁ প্রতিনিধি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুর পাশাপাশি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
আর সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
থানা হেফাজতে থাকা অবস্থায় শুক্রবার সকালে সাগর চৌধুরী আজকের পত্রিকাকে জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় এই টিটু। আত্মীয়তার সূত্র ধরে বুধবার টিটু তাদের বাড়ি এসেছেন। তাই ফিরিয়ে দিতে পারেননি। তবে টিটুর আসার খবর জানাজানি হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে সম্ভবত তিনি বহিষ্কারও হয়েছিলেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও হেফাজতে আছেন।’
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর কেন আশ্রয় দিয়েছিলেন সেসব তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ওসি জানান, টিটু বদলগাছীতে গ্রেপ্তার হওয়ার খবর তারা শুনেছেন। বদলগাছী থানা তাদের কাছে হস্তান্তর করলে এ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য মামলায় তাকে নওগাঁর আদালতে তোলা হলেও পরে তারা এ দুটি মামলায় টিটুকে গ্রেপ্তার দেখাবেন।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল ওয়াহেদ খান টিটু গ্রেপ্তার হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল চৌধুরীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিটু রাজশাহী নগরের রানীবাজার চিনিপট্টি মহল্লার আব্দুল ওয়াদুদ খানের ছেলে।
পুলিশ জানায়, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সাগর চৌধুরীর বাসায় পাওয়া গেছে টিটুকে। এ সময় টিটুর পাশাপাশি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাগর চৌধুরীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টিটু রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সেকশন অফিসারও তিনি। তবে ছুটি ছাড়াই পাঁচ বছর ধরে তিনি সাবেক মেয়র লিটনের পিএ হিসেবে ছিলেন। এই সময় তিনি সিটি করপোরেশন ও রুয়েট-দুই জায়গা থেকেই বেতন নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন টিটু।
আর সাগর চৌধুরী সাবেক ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকীর ছেলে আরেফিন সিদ্দিকী জনির অনুসারী। জনি মহাদেবপুর-বদলগাছী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
থানা হেফাজতে থাকা অবস্থায় শুক্রবার সকালে সাগর চৌধুরী আজকের পত্রিকাকে জানান, তার ভাইয়ের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় এই টিটু। আত্মীয়তার সূত্র ধরে বুধবার টিটু তাদের বাড়ি এসেছেন। তাই ফিরিয়ে দিতে পারেননি। তবে টিটুর আসার খবর জানাজানি হলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে খবর দেন।
বদলগাছী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তবে সম্ভবত তিনি বহিষ্কারও হয়েছিলেন। তার বাড়ি থেকেই টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। টিটুকে আমাদের মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সাগরও হেফাজতে আছেন।’
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘সাগর কেন আশ্রয় দিয়েছিলেন সেসব তদন্ত করা হচ্ছে। তদন্ত করে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, গত ৫ আগস্ট রাজশাহীতে আন্দোলন চলাকালে নিহত সাকিব আনজুম হত্যা মামলার আসামি টিটু। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার আরেকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ওসি জানান, টিটু বদলগাছীতে গ্রেপ্তার হওয়ার খবর তারা শুনেছেন। বদলগাছী থানা তাদের কাছে হস্তান্তর করলে এ দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। অন্য মামলায় তাকে নওগাঁর আদালতে তোলা হলেও পরে তারা এ দুটি মামলায় টিটুকে গ্রেপ্তার দেখাবেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে