বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লার বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি করা হয়।
এ সময় বাসা থেকে দুটি সোনার বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে। এএসআই আশরাফুল বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।
পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবার থাকেন। তিনি (ফেরদৌসী) রাজশাহী থেকে প্রতিদিন স্কুল করে এই বাড়িতে আসেন। পরে বিকেলে আবার চলে যান। রাতে বাড়িতে কেউ থাকে না।
স্বপন আরও বলেন, এই সুযোগে চোর রাতের কোনো এক সময় বাড়ির পূর্ব দিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আসবাব এলোমেলো। উত্তর দিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণের বালা, লকেট ও রুপার তোড়া। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লার বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি করা হয়।
এ সময় বাসা থেকে দুটি সোনার বালা, একটি চেইনের লকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে। এএসআই আশরাফুল বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহীতে থাকেন।
পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান। সেখানেই সপরিবার থাকেন। তিনি (ফেরদৌসী) রাজশাহী থেকে প্রতিদিন স্কুল করে এই বাড়িতে আসেন। পরে বিকেলে আবার চলে যান। রাতে বাড়িতে কেউ থাকে না।
স্বপন আরও বলেন, এই সুযোগে চোর রাতের কোনো এক সময় বাড়ির পূর্ব দিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্নাঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী রাজশাহী থেকে বাসায় ঢুকে দেখতে পান, ঘরের আসবাব এলোমেলো। উত্তর দিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণের বালা, লকেট ও রুপার তোড়া। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরির ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে