Ajker Patrika

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিনিধি, বগুড়া
আপডেট : ০৫ জুলাই ২০২১, ০২: ৩৬
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ার মালগ্রাম এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. জোবায়ের (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। এ ঘটনায় আহত আরেক যুবক সাব্বির (২১) চিকিৎসাধীন রয়েছেন। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জোবায়ের মালগ্রাম দক্ষিণপাড়ার মো. টুলুর ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মালগ্রাম এলাকার মো. সাব্বিরের (২১) সঙ্গে জোবায়েরের দ্বন্দ্ব ছিল। এর জেরেই রোববার রাত নয়টার দিকে সাব্বিরকে মালগ্রাম এলাকায় ছুরিকাঘাত করে জোবায়ের। এ ঘটনায় সাব্বিরকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান। এর ঘণ্টা খানিক পর সাব্বিরের লোকজন জোবায়েরকে মালগ্রাম এলাকায় ছুরিকাঘাত করেন। পরে তাঁকেও শজিমেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জোবায়ের মারা যান। 

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জোবায়েরের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল। এর জেরেই এই ছুরিকাঘাতের ঘটনা। দু’জনেই ছুরিকাঘাতে আহত হয়েছিলেন। তবে জোবায়ের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জোবায়েরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

ফয়সাল মাহমুদ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত