প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। অন্যান্য দিনের চেয়ে আজ মঙ্গলবার মহাসড়কে দেখা গেছে যানবাহনের উপচে পড়া ভিড়। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে, যানজটের সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ফলে ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীদের কষ্ট কয়েক গুন বেড়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজট রয়েছে। যানজটের সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীরা। ফলে যাত্রীরা ত্রিপল টানিয়ে তার নিচে জড়সড় হয়ে রয়েছেন। আবার অনেকে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন।
বগুড়াগামী ট্রাক যাত্রী আব্দুস সালাম বলেন, ঢাকায় সামান্য বেতনে একটা কোম্পানিতে চাকরি করি। ছেলেমেয়েদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। অতিরিক্ত গাড়ি চাপ ও বৃষ্টি হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অনেকক্ষণ থেকে একই জায়গায় আটকায়ে আছি। এত কষ্ট করে বাড়িতে গিয়ে ঈদ করতে পারলেও খুশি।
মাহমুদা খাতুন নামে আরেক যাত্রী বলেন, যানজট-বৃষ্টি সব মিলে খুব কষ্টের মধ্যে আছি। কখন যে বাড়িতে পৌঁছাবে বুঝতে পারছি না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, ঈদ যাত্রার শেষদিনে মহাসড়কে যানবাহন যাত্রীদের চাপ বেশি। যানবাহনের চাপে ধীর গতিতে গাড়ি চলছে। মাঝে মাঝে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সব সময় মহাসড়কে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। অন্যান্য দিনের চেয়ে আজ মঙ্গলবার মহাসড়কে দেখা গেছে যানবাহনের উপচে পড়া ভিড়। এতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে, যানজটের সঙ্গে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ফলে ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীদের কষ্ট কয়েক গুন বেড়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার যানজট রয়েছে। যানজটের সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন ট্রাক ও পিকআপ ভ্যানের যাত্রীরা। ফলে যাত্রীরা ত্রিপল টানিয়ে তার নিচে জড়সড় হয়ে রয়েছেন। আবার অনেকে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছেন।
বগুড়াগামী ট্রাক যাত্রী আব্দুস সালাম বলেন, ঢাকায় সামান্য বেতনে একটা কোম্পানিতে চাকরি করি। ছেলেমেয়েদের সঙ্গে ঈদ করতে বাড়িতে যাচ্ছি। অতিরিক্ত গাড়ি চাপ ও বৃষ্টি হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে অনেকক্ষণ থেকে একই জায়গায় আটকায়ে আছি। এত কষ্ট করে বাড়িতে গিয়ে ঈদ করতে পারলেও খুশি।
মাহমুদা খাতুন নামে আরেক যাত্রী বলেন, যানজট-বৃষ্টি সব মিলে খুব কষ্টের মধ্যে আছি। কখন যে বাড়িতে পৌঁছাবে বুঝতে পারছি না।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, ঈদ যাত্রার শেষদিনে মহাসড়কে যানবাহন যাত্রীদের চাপ বেশি। যানবাহনের চাপে ধীর গতিতে গাড়ি চলছে। মাঝে মাঝে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সব সময় মহাসড়কে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে